(Source: ECI/ABP News/ABP Majha)
WB Corona Cases: ফের করোনা সংক্রমণের শীর্ষে কলকাতা, রাজ্যে কমল দৈনিক মৃত্যু
এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
কলকাতা: রাজ্যে বেশ রয়েকদিন ধরেই স্থিতিশীল করোনা পরিস্থিতি। গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭০০-র কোটাতেই। আজও একই। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল মোট ১৫,৬৬,৩৯৩ জন। সরকারি হিসেব অনুযায়ী ২৬ সেপ্টেম্বর রাজ্যে করোনা সংক্রমিত অ্যাক্টিভ রোগীক সংখ্যা ৭,৬৮৩ জন।
এই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল সংখ্যাটা ছিল ১১। অর্থাৎ গতকালের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৩০ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৫,৩৯,৯৭৪ জন। এই মূহূর্তে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ।
আজও রাজ্যে সংক্রমণের শীর্ষে কলকাতা। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। সেখানে একদিনে সংক্রমিত ১১৮ জন। মৃত্যু হয়েছে ৯ জনের।
অন্যদিকে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৩২৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৫২ হাজার ৭৪৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৩২ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৪২ হাজার ৬৮৪ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার ২৪।