WB Corona Cases: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৮২৬, মৃত্যু ১০ জনের
এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫,৩০,৮৫০ জন।
কলকাতা: দ্বিতীয় ঢেউয়ের অস্বস্তি এখনও কাটেনি, তার মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বাড়ছে। আর এর মাঝেই রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। গতকাল সংখ্যাটি ছিল ৭২৯। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা হল ১৫,৩০,৮৫০ জন। ৪ অগাস্টের হিসাবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্ত রোগী ১০, ৭৪৫। গতকালের তুলনায় যা ২২ জন কম।
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,১৮০। পাশাপাশি সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। সরকারি বুলেটিনের হিসেব অনুযায়ী গত ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৮৩৮ জন। সবমিলিয়ে রাজ্যে শুরু থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫,০১, ৯২৫ জন।
উল্লেখ্য, ভারতে করোনায় গতকালের তুলনায় প্রায় ১২ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ। ফের সাড়ে ৫০০ ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬২৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন।
উল্লেখ্য, তৃতীয় ঢেউ আটকাতে ভ্যাকসিনেশনের ওপরেই জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে তা নিয়েও অজস্র অভিযোগ রাজ্যে। ফের করোনার ভ্যাকসিনেশনে দুর্নীতির অভিযোগ। তৃণমূল-বিজেপি কাজিয়ায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার গাইঘাটা। বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভ্যাকসিন বণ্টনে কারচুপি করছেন। অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।