Humayun kabir : ডেবরা থেকে কি ভোটে লড়ছেন হুমায়ুন কবীর! তুঙ্গে জল্পনা
শুক্রবার ডেবরায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। এর পরই তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়ায়। যদিও কৌশলে বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল নেতা হুমায়ুন কবীর জানান, ‘‘আমরা দিদির দূত হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছি ৷’’
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল নেতা হুমায়ুন কবীর? নির্বাচনের মুখে ওই কেন্দ্রের কর্মীদের সঙ্গে তাঁর বৈঠক করায় তুঙ্গে জল্পনা। দিদির দূত হিসাবে কাজ করছি বলে দাবি সদ্য প্রাক্তন আইপিএস অফিসারের। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন চন্দননগরের সদ্য প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবীর। এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি? বিধানসভা ভোটের মুখে তুঙ্গে জল্পনা।
শুক্রবার ডেবরায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবীর। এর পরই তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়ায়। যদিও কৌশলে বিষয়টি এড়িয়ে যান তিনি। প্রাক্তন আইপিএস অফিসার ও তৃণমূল নেতা হুমায়ুন কবীর জানান, ‘‘আমরা দিদির দূত হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করছি ৷’’
কার্যত একই সুর শোনা গিয়েছে জেলা তৃণমূল সভাপতির গলাতেও। পশ্চিম মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘প্রার্থীর নাম ঘোষণা করবে দল। আমাদের নেতারা অনেক জায়গায় ঘুরছেন। কেউ একজন মিটিং করে গেলে, প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে, তার কোনও মানে নেই ৷ ’’
এই নিয়ে অবশ্য তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য বলেন, ‘‘আমরা বলেছিলাম পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝাণ্ডা ধরো। সত্যি সত্যি হুমায়ুন কবীর উর্দি ছেড়ে ঝান্ডা ধরেছেন। দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতেই হুমায়ন কবীরকে প্রার্থী করা হচ্ছে। যেই আসুক কিছু হবে না ৷’’
দলের গোষ্ঠীকোন্দলের কথা অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাশাপাশি কর্মীসভা শেষে বিজেপিকে আক্রমণ করেছেন হুমায়ুন কবীর। তিনি জানান, ‘’বিজেপি অনেক বেশি খারাপ দল। টাকা-পয়সা ছড়িয়ে রাজ্য দখল করতে চাইছে। মিথ্যা কথা বলছে, কুৎসা রটাচ্ছে। সেটাকে আমরা প্রতিহত করব ৷’’
পশ্চিম মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘‘দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হুমায়ুন কবীর বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের জেলায় ৩ দিন থাকবেন। ডেবরা দিয়ে শুরু করেছেন। খড়গপুর, চন্দ্রকোনা ও ঘাটালে যাবেন। এটা যারা অন্য ভাবে দেখাচ্ছেন, তারা তৃণমূলকে খাটো করবার চেষ্টা করছেন। তৃণমূল খাটো না বড় এই নির্বাচন হয়ে প্রমাণ হয়ে যাবে ৷’’
২০১৯-এর লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে জেতে তৃণমূল। ডেবরা বিধানসভা কেন্দ্রটি ঘাটাল লোকসভার অন্তর্গত। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এখানে ৪ হাজার ১৯ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি।
এই অবস্থায় ডেবরা থেকেই কি ভোটে লড়বেন হুমায়ুন কবীর? তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।