WB Election 2021 LIVE: বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, ট্যুইট মুকুলের
West Bengal Election 2021 Live Updates রাজ্যে হিংসা বন্ধ না হওয়া পর্যন্ত বিধানসভা ও অধ্যক্ষ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত বিজেপির
LIVE
Background
কলকাতা: একমাস ধরে চলা ভোটের পর, ফল ঘোষণা হয়ে গেছে। তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য সরকার গঠন করে ফেলেছে।
সাধারণ মানুষ আশা করেছিল, এবার অন্তত রাজনীতি ভুলে করোনা-মোকাবিলায় ঝাঁপাবে সব দল। কিন্তু, একসঙ্গে করোনা মোকাবিলা দূরের কথা, রাজনৈতিক দলগুলি ব্যস্ত অশান্তি নিয়ে তরজায়।
২ মে ভোটের ফল ঘোষণার পর কয়েকটি জেলা থেকে রাজনৈতিক অশান্তির খবর সামনে এসেছে। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৪ সদস্যের প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলায়।
শুক্রবার তাঁরা দক্ষিণ ২৪ পরগনার বজবজ এবং সাতগাছিয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।
এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ প্রতিনিধি যান রাজভবনে। প্রায় দেড়ঘণ্টা তাঁরা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ভোট পরবর্তী অশান্তি নিয়ে আলোচনা হয় তাঁদের মধ্যে।
ইতিমধ্যেই ভোট পরবর্তী অশান্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তারই একটি মামলায় এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৫ সদস্যের বেঞ্চ গড়ে শুনানি করেন। নির্দেশ দেওয়া হয়, রাজ্যে কোথায় অশান্তির ঘটনা ঘটেছে, কত অভিযোগ দায়ের হয়েছে, তার প্রেক্ষিতে পুলিশ কী পদক্ষেপ করেছে - সবকিছু হলফনামা আকারে জানাতে হবে আদালতকে।
আগামী সোমবারের মধ্যে স্বরাষ্ট্রসচিবকে সেই হলফনামা দাখিল করবেন। অ্যাকভোকেট জেনারেল জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংক্রান্ত যে রিপোর্ট চেয়েছিল, তা বৃহস্পতিবারই পাঠানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি সোমবার।
West Bengal Election 2021 LIVE: দলবিরোধী কাজের অভিযোগ বহিষ্কৃত দুই তৃণমূল নেতা
নির্বাচনে দলবিরোধী কাজের অভিযোগ। খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মণ্ডল ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। রণজিৎ মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি। দল নোটিস দিলে জবাব দেবেন বলে জানিয়েছেন আনন্দময়। বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
West Bengal Election 2021 LIVE: নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল
নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের দল। নন্দীগ্রামের কেন্দামাড়ি, জালপাই-সহ একাধিক জায়গা ঘুরে দেখেন কেন্দ্রের প্রতিনিধিরা। কথা বলেন আক্রান্তদের সঙ্গে। এর আগে বীরভূমের নানুর-সহ একাধিক হিংসা কবলিত এলাকা ঘুরে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল।
West Bengal Election 2021 LIVE: দুবরাজপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ এক তৃণমূল কর্মীর মৃত্যু, আহত আরও ৯
দুবরাজপুরে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মুক্তিনগরে সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। আরও ৯ জন তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এর পাশাপাশি, আজ সকালে দুবরাজপুরের পাঁচড়া গ্রামে তৃণমূল কার্যালয়ে আগুন, এক তৃণমূল কর্মীকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পাঁচড়া গ্রামে তৃণমূলের খয়রাশোল ব্লকের সভাপতি মাখন মুখোপাধ্যায়-সহ একাধিক শাসক-নেতার বাড়িতে হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি, চলে বাইক ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলেও অস্বীকার করেছে গেরুয়া শিবির।
West Bengal Election 2021 LIVE: বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে, ট্যুইট মুকুলের
বিজেপির যোদ্ধা হিসেবে রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে আমার লড়াই চলবে। আমাকে ঘিরে যাবতীয় জল্পনা বন্ধ হোক। আমি আমার রাজ্যনিতক পথে অনড় আছি, তাঁকে ঘিরে যাবতীয় জল্পনা প্রসঙ্গে ট্যুইট মুকুল রায়ের। প্রসঙ্গত গতকালই শপথের পর, সুব্রত বক্সীর সঙ্গে মুকুলের শুভেচ্ছা বিনিময় নিয়ে গুঞ্জন দেখা দেয় রাজনৈতিক মহলে।
WB Election 2021 LIVE: কেন্দ্রীয় দল না পাঠিয়ে কোভিড টিম পাঠানো উচিত ছিল, কেন্দ্রকে তোপ অধীরের
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল না পাঠিয়ে কোভিড টিম পাঠানো উচিত ছিল। কেন্দ্রকে তোপ দেগে বললেন অধীর চৌধুরী।