WB Election 2021 LIVE Updates: বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট
West Bengal Assembly Election 2021 LIVE Updates: কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার। শহরে ঢুকতে গেলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমতি না থাকায় শহরে ঢুকতে বাধা, দাবি পুলিশের। অনুমতি থাকা সত্ত্বেও বাধা দিচ্ছে পুলিশ, পাল্টা বিজেপি।

Background
৭ মার্চ নরেন্দ্র মোদির ব্রিগেড অভিযান। প্রধানমন্ত্রীর জনসভায় ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড ভরাতে তৎপর বিজেপি। প্রধানমন্ত্রীর জনসভাকে জনারণ্যের চেহারা দিতে পূর্ণ উদ্যমে ঝাঁপাতে চায় গেরুয়া শিবির। দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে নির্দেশ ১০ লক্ষ মানুষের জমায়েত করতে হবে ওই দিন। এই পরিস্থিতিতে আজ রাতে রাজ্যে ফের আসছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল বিশিষ্টদের সঙ্গে দেখা করবেন জে পি নাড্ডা। সায়েন্স সিটি অডিটোরিয়ামে হবে এই অনুষ্ঠান।
গতকাল পাহাড়ে ফের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতিকে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান গুরুংপন্থী মোর্চা সমর্থকদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিল বিজেপি। আজ উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপি রাজ্য সভাপতি।
West Bengal Election 2021 LIVE: বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট
বিজেপি-র রোড শো ঘিরে ধুন্ধুমার আমহার্স্ট স্ট্রিট।
বিজেপি-তৃণমূল সংঘর্ষ, নেতাদের লক্ষ্য করে ঝাঁটা, জুতো, কালো পতাকা। ভাঙল অর্জুনের কনভয়ের গাড়ির কাচ।
West Bengal Election 2021 LIVE: কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার
কাঁচরাপাড়ায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে ধুন্ধুমার। শহরে ঢুকতে গেলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমতি না থাকায় শহরে ঢুকতে বাধা, দাবি পুলিশের। অনুমতি থাকা সত্ত্বেও বাধা দিচ্ছে পুলিশ, পাল্টা বিজেপি।






















