WB Election 2021 LIVE:কলকাতায় শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের, জানতে চাওয়া হয় সিএএ নিয়ে মতামত
West Bengal Assembly Election 2021 LIVE Updates: সৌরভ এসেছেন বলে এলাম, দিল্লির অনুষ্ঠানে এসে বললেন অমিত শাহ।
LIVE
Background
কলকাতা: দিল্লি ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি প্রয়াত অরুণ জেটলির মূর্তি উন্মোচন হবে দিল্লির স্টেডিয়ামে। সেই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও অনুষ্ঠানে থাকতে পারেন। সৌরভের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গতকালই রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন সৌরভ। ঘণ্টাদুয়েক তাঁদের মধ্যে কথাবার্তা হয়। রাজ্যের এই টানটান রাজনৈতিক পরিমণ্ডলে তুঙ্গে ওঠে জল্পনা। পরে সৌরভ জানান, নেহাতই সৌজন্য সাক্ষাৎ করতে রাজভবনে গিয়েছিলেন তিনি। রাজ্যপাল তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, আর রাজ্যপাল ডাকলে তো যেতেই হয়। তাঁকে ইডেন গার্ডেন্স ঘুরে দেখার আমন্ত্রণ করেছেন সৌরভ। আপাতত তিনি শহরের বাইরে যাচ্ছেন, ফিরে এলে রাজ্যপালকে ইডেন গার্ডেন্স ঘুরে দেখাবেন তিনি।
জগদীপ ধনখড়়ও সৌরভের সঙ্গে তাঁর কয়েকটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।