WB Election 2021: থাকবেন মমতা, নন্দীগ্রামে প্রাক্তন সেনাকর্মী শেখ ফারুকের বাড়ি এখন 'দুর্গ'
মমতা-শুভেন্দু দ্বৈরথকে কেউ বলছেন গুরু-শিষ্যের লড়াই, কেউ দাবি করছেন ভূমিপুত্র-বহিরাগতের লড়াই, আবার কেউ বলছেন দলনেত্রীর সঙ্গে দলছুটের লড়াই!
কৃষ্ণেন্দু অধিকারী, নন্দীগ্রাম: তিন মাস অন্তর নন্দীগ্রামে আসব। স্থায়ী বাড়ি বানাব। ভোটের প্রচারে নন্দীগ্রামে পা রেখেই জানালেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে তাঁর অস্থায়ী ঠিকানা, প্রাক্তন সেনাকর্মীর বাড়ি।
ব্যাটেলগ্রাউন্ড নন্দীগ্রামে শেষমেশ কার জয় হবে, তা জানা যাবে ২ মে। তবে জয় নিয়ে যে তাঁর কোনও ধন্দ নেই, তা মঙ্গলবার নন্দীগ্রামের কর্মিসভায় বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানালেন, আগামী দিনে নন্দীগ্রামে স্থায়ী বাড়িও তৈরি করবেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘২ কামরার বাড়ি ভাড়া নিয়েছি, এক বছরের জন্য। নন্দীগ্রাম ২-এ রেয়াপাড়ায় নিয়েছি। আর ঠিক করেছি, নিজে পরে কুঁড়ে ঘরের মতো বানিয়ে নেব ৷’’
প্রার্থী হওয়ার পর মঙ্গলবার প্রথম নন্দীগ্রামে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি আন্দোলনের ১৪ বছর পর, আবারও হেভিওয়েটদের লড়াই ঘিরে পূর্ব মেদিনীপুরের এই জনপদ এখন গোটা দেশের নজরে।
কেউ বলছেন গুরু-শিষ্যের লড়াই। কেউ দাবি করছেন ভূমিপুত্র-বহিরাগতের লড়াই ৷ কেউ বলছেন দলনেত্রীর সঙ্গে দলছুটের লড়াই! তবে যে যাই বলুন না কেন, লড়াই যে জোরদার, তা নিয়ে কোনও সন্দেহ নেই!
নন্দীগ্রামে তৃণমূলের জন্য যে দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি থেকে, মাত্র ৫০০ মিটার দূরেই অস্থায়ী ঠিকানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোটের কয়েকটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই, প্রাক্তন সেনাকর্মী শেখ ফারুক আহমেদের বাড়ি কার্যত দুর্গে বদলে ফেলা হয়েছে। পুরো বাড়ি কাপড় দিয়ে মুড়ে ফেলা হয়েছে। বাড়ির সামনে মেটাল ডিটেক্টর। গ্রামের রাস্তার পোলে সিসি ক্যামেরা লাগানো হয়েছে ৷
শেখ ফারুক আহমেদের দু’তলা বাড়িতে মোট চারটি ঘর রয়েছে। নীচের তলার দু’টি ঘরে থাকবেন গৃহকর্তা, তাঁর স্ত্রী এবং দুই সন্তান। আর দু’তলার দুটি ঘর ছেড়ে দেওয়া হয়েছে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার জন্য। তিল তিল করে বাড়িটা তৈরি করার পর একরকম আনন্দ পেয়েছিলেন।
কিন্তু আজ তাঁর তৈরি বাড়িতেই মুখ্যমন্ত্রী থাকবেন, সেটা ভেবেই আত্মহারা বাড়ির মালিক শেখ ফারুক আহমেদ ৷ তিনি বলেন, ‘‘দিদি থাকবেন, আমার বাড়িটা পছন্দ করেছেন, আমার খুব ভাল লাগছে৷’’ তাঁর স্ত্রী বলেন, ‘‘দিদি আমাদের কাছে ভগবানের মতো থাকবেন৷
সহকর্মীরা বলেন, তৃণমূল নেত্রীর খাওয়াদাওয়া নিয়েও কোনও বাদ বিচার নেই। তাই এই বাড়িতেই থাকবেন, এই বাড়িতে তৈরি খাবারই তিনি খাবেন! তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার জন্য নন্দীগ্রামে আরও তিন জায়গা, রেয়াপাড়া, তারাচাঁদবাড় এবং জানকীনাথ মন্দির সংলগ্ন এলাকায় বাড়ি দেখা হয়েছে।