WB Election 2021 News: নিউ ব্যারাকপুরে দোকানঘর নির্মাণ ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
আসছে ভোট! সবেতেই এখন রাজনীতি! বাদ যাচ্ছে না পুরসভার দোকান ঘর তৈরিও!
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর পুরসভার দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল ও বিজেপি। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল নিউ ব্যারাকপুর।
পুরসভার দোকান নির্মাণের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বেআইনি নির্মাণ চলছিল, তাই বন্ধ করা হয়েছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি। যা নিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নিউ ব্যারাকপুর। সংঘর্ষের ঘটনায় আহত দু’পক্ষের বেশ কয়েকজন।
নিউ ব্যারাকপুরের পুরাতন বাজার এলাকায় পুরসভার তরফে বেশ কয়েকটি দোকান ঘর তৈরির কাজ চলছিল। পুরসভার অভিযোগ, স্থানীয় কিছু বিজেপি নেতা-কর্মী এসে শুক্রবার সকালে কাজ বন্ধ করে করে দেয়।
যদিও বিজেপির দাবি, বেআইনিভাবে দোকনাঘরগুলি তৈরি করা হচ্ছিল। উত্তর দমদম ১ নম্বর বিজেপির মণ্ডল সভাপতি তাপস তালুকদার বলেন, ‘‘বেআইনি নির্মাণ হচ্ছিল। এরফলে রাস্তার যানজট হবে ভিড় বাড়বে। ওই জন্য আমরা বন্ধ করেছি। আবার করলে আবার বন্ধ করব।’’
তৃণমূলের অবশ্য দাবি, সব নিয়ম মেনেই হচ্ছিল কাজ। নিউ ব্যারাকপুরের প্রশাসকমণ্ডলীর সদস্য ও তৃণমূল নেতা মিহির দে বলেন, ‘‘পুনর্বাসনের জন্য নিয়ম মেনে তৈরি করা হয়েছিল। ওরা ইচ্ছে বাধা দিয়েছে।’’
কাজ বন্ধ করে দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ, ‘‘আমরা ফেরার সময় মারধর করেছে তৃণমূল ৷’’
অন্যদিকে নিউ ব্যারাকপুরের টাউন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুমন দে বলেন, ‘‘এখানে কাজ বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ করায় আমাদের ওপর চড়াও হয় বিজেপি । বহিরাগত লোক বিজেপি তাঁদের মারধর করেছে ৷’’
এরপর দুপুরে নিউ ব্যারাকপুর বয়েজ স্কুলের সামনে ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র্যাফ।