WB Election 2021 News: 'নো ভোট টু বিজেপি', মোদির সভার আগে বিজেপি-বিরোধী পোস্টার হুগলিতে
ভগত্ সিং যুব ব্রিগেডের নামে বজরং দলের বিরুদ্ধেও পাল্টা পোস্টার...
![WB Election 2021 News: 'নো ভোট টু বিজেপি', মোদির সভার আগে বিজেপি-বিরোধী পোস্টার হুগলিতে West Bengal Election 2021 PM Modi Rally Dunlop Maidan Hooghly Bandel Anti-BJP posters surface WB Election 2021 News: 'নো ভোট টু বিজেপি', মোদির সভার আগে বিজেপি-বিরোধী পোস্টার হুগলিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/19/65b83906d58f99a494551f64abb633ad_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নরেন্দ্র মোদির সভার আগে বিজেপি বিরোধী পোস্টারে ছয়লাপ হুগলি।
সোমবার হুগলির ব্যান্ডেলের ডানলপ ময়দানে মোদির সভা রয়েছে। তার আগে, আজ হুগলির উত্তরপাড়া সহ বিভিন্ন জায়গায় বিজেপি বিরোধী পোস্টার দেখা যায়। সেই পোস্টারে বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানানো হয়েছে।
পাশাপাশি, সরস্বতী পুজোর দিন বজরং দলের নাম দিয়ে হুমকি পোস্টার পড়েছিল উত্তরপাড়ায়। আজ আবার ভগত্ সিং যুব ব্রিগেডের নামে পাল্টা পোস্টার পড়েছে উত্তরপাড়ায়।
ক্ল্যাশ অফ টাইটানসের সাক্ষী থাকতে চলেছে হুগলির এই ডানলপ ময়দান। ২২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদি সভা। সোমবারই ভোটের মুখে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর উদ্বোধনও করতে পারেন প্রধানমন্ত্রী।
এদিকে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে, বিজেপির শীর্ষস্থানীয় নেতারা যেখানেই সভা করবেন, সেখানেই পাল্টা সভা করবে তারা। মোদির সভার ৪৮-ঘণ্টার মধ্যেই বুধবার একই জায়গায় পাল্টা সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপি ও তৃণমূলের এই হেভিওয়েট দ্বৈরথের মধ্যেই জোট করে লড়াই ছুঁতে দিতে প্রস্তুত বাম-কংগ্রেস!
তৃণমূলকে আক্রমণের পাশাপাশি, তৃণমূল ভাঙিয়ে বিজেপির ক্ষমতা দখলের চেষ্টাকেও কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।
ভোট যুদ্ধে সুফল পেতে সভা-যুদ্ধে সরগরম বঙ্গ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)