WB Election 2021: সোনাচূড়ায় শুভেন্দুকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ তৃণমূলের
১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগে সোনাচূড়ায় উত্তেজনা। এদিন জনসংযোগ কর্মসূচি চলাকালীন বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা।
বিক্ষোভের মাঝেই এলাকা ছাড়ে শুভেন্দু অধিকারীর কনভয়। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ২ তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বিজেপির পাল্টা দাবি, সংঘর্ষে আহত হন তাদের একাধিক কর্মী। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী। রাস্তা অবরোধ করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা।
১ এপ্রিল দ্বিতীয় দফায় নন্দীগ্রামে ভোট। হাতে সময় কম। তাই আজ থেকেই প্রচারে ঝড় তুলতে চান বিজেপি প্রার্থী ও প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী।
জনসংযোগের পাশাপাশি পথসভাও করার কথা তাঁর। এদিন সোনাচূড়ায় প্রথম কর্মসূচি শুভেন্দু অধিকারীর। সেখানে জনসংযোগের পর কালীচরণপুর, আমগেছিয়াতেও কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
এরই মাঝে গোকুলনগরে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। সবশেষে কাঁটাবেড়িয়ায় পথসভা করবেন শুভেন্দু অধিকারী।
গতকালই, নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। ভুল তথ্য দেওয়ার অভিযোগে, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার দাবি তোলে রাজ্যের শাসকদল।
সম্প্রতি ভোটার তালিকায় নিজের ঠিকানা বদলেছেন শুভেন্দু। আগে ছিলেন হলদিয়ার ভোটার। কিছুদিন আগে তিনি নন্দীগ্রামের ভোটার হয়েছেন। নতুন ভোটার কার্ডও হাতে পেয়েছেন শুভেন্দু অধিকারী।
এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন অভিযোগ জানিয়েছেন, বাসস্থান সংক্রান্ত ভুল তথ্য দিয়ে নন্দীগ্রামের ভোটার হওয়ার আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী।
ঠিক তার দু'দিন আগেই, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট।