(Source: ECI/ABP News/ABP Majha)
WB Election 2021 ভ্যাকসিন নিলেন চিরঞ্জিৎ, রাজনীতির মূলস্রোতেই থাকার ইঙ্গিত
চিরঞ্জিৎ চক্রবর্তী জানালেন, ‘‘সামনেই ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম, ভোট ঘোষণা হয়ে গেছে তবে, এখনও টিকিট পাইনি, টিকিট হয়তো পেয়ে যাব, তাই আগে থেকে টিকা নিয়ে রাখলাম।’’
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসাত সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন নিলেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। ভ্যাকসিন নিয়ে রাজনীতির মূলস্রোতে থাকার ইঙ্গিত দিলেন চিরঞ্জিত। তাঁর সঙ্গেই এদিন করোনার ভ্যাকসিন নেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়কও।
ক’দিন আগে ভোটের মুখে জল্পনা বাড়িয়ে দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়েছিলেন বারাসাতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। রাজনীতির রঙ্গমঞ্চ থেকে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। মঙ্গলবার বারাসাত হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে এবার তিনিই ফের রাজনীতির মূলস্রোতে থাকার ইঙ্গিত দিলেন। তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী জানালেন, ‘‘সামনেই ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম, ভোট ঘোষণা হয়ে গেছে তবে, এখনও টিকিট পাইনি, টিকিট হয়তো পেয়ে যাব, তাই আগে থেকে টিকা নিয়ে রাখলাম।’’
২০১১-তে বারাসাত আসনে চিরঞ্জিৎ চক্রবর্তীকে প্রার্থী করে চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিতেই মাঠ ছাড়েন পর্দার প্রতীক। ২০১৬-তেও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে। চিরঞ্জিৎ চক্রবর্তীর পাশাপাশি এদিন, বারাসাত সদর হাসপাতালে করোনার ভ্যাকসিন নেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ জানান, ‘বিধায়ক, জনপ্রতিনিধি তাই এক্সামপেল সেট করার জন্য টিকা নিলাম৷’
(আরও পড়ুন
অপেক্ষার পরও মিলল না ভ্যাকসিন, বিক্ষোভ ভোটকর্মীদের)
মঙ্গলবার দুই তৃণমূল বিধায়কের ভ্যাকসিন নেওয়ার দিনই, দীর্ঘ অপেক্ষার পরও ভ্যাকসিন না পাওয়ায় অভিযোগে বারাসাত সদর হাসপাতালে বিক্ষোভ দেখান ভোট কর্মীরা।