WB Election 2021 বৈঠকে ‘বিধিভঙ্গ’, অভিযোগ শ্রমমন্ত্রীর বিরুদ্ধে
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠতেই পুর কমিশনারকে ফোন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু মাজি জানান, পুর কমিশনারকে ফোন করি। কমিশনার জানিয়েছেন, অনেক আগেই ঘর ভাড়া নেওয়া হয়েছিল।
কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : আসানসোলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল শ্রমমন্ত্রীর বিরুদ্ধে। ভোট ঘোষণার পরে, পুরসভার হলে তৃণমূলের সংখ্যালঘু সেলের বৈঠক করেছেন মলয় ঘটক। এনিয়ে জেলাশাসকের দফতরে অভিযোগ করেছে বিজেপি। তবে এই ঘটনায় অন্যায়ের কিছু দেখছে না তৃণমূল।
এদিকে, অভিযোগ উঠতেই পুর কমিশনারকে ফোন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও জেলা নির্বাচনী আধিকারিক পূর্ণেন্দু মাজি জানান, পুর কমিশনারকে ফোন করি। কমিশনার জানিয়েছেন, অনেক আগেই ঘর ভাড়া নেওয়া হয়েছিল।
ভোট ঘোষণার পর, সোমবার দুর্গাপুরে শ্রম দফতরের ক্লার্ক এবং কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।
তার জের কাটতে না কাটতেই বিতর্ক তৈরি হল সরকারি হলে তৃণমূলের শাখা সংগঠনের বৈঠক নিয়ে। রবিবার আসানসোল পুরসভার কনফারেন্স হলে তৃণমূলের সংখ্যালঘু সেলের মিটিং হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক।
সূত্রের দাবি, বিধানসভা ভোটে নির্বাচনী রণকৌশল তৈরি করতেই বৈঠক হয়। এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি।
পশ্চিম বর্ধমানের বিজেপি সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেছেন, ‘ঘোষণার পরেও কীভাবে সরকারি হলে দলের বৈঠক হল?’
যদিও, এতে কোনও দোষ দেখছে না শাসকদল। পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেস মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এখনও সরকার পড়ে যায়নি, মন্ত্রী কাউকে প্রভাবিতও করেননি, তিনি মিটিং করতেই পারেন, দোষের কী আছে।’
(আরও পড়ুন-
সব মিলিয়ে ভোট ঘোষণা হতেই একের পর এক নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরগরম শিল্পাঞ্চলের শহর।