West Bengal News Live:অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে, ভর্তি হাসপাতালে
Get the latest West Bengal News and Live Updates: পার্টি চলার সময় আচমকা তল্লাশি আবগারি দফতরের। তদন্ত শুরু করা হয়েছে, চাওয়া হয়েছে সি সি ক্যামেরার ফুটেজ।
LIVE
Background
কমিশনের কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় একাধিক নেতা-মন্ত্রী-বিধায়ক। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত করা হল জ্যোতিপ্রিয়, উদয়ন থেকে শওকত, সুফিয়ান, জীবন সাহা। নেপথ্যে চক্রান্ত, দাবি নেতাদের।
ভোট পরবর্তী ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই চায় জাতীয় মানবাধিকার কমিশনের। হাইকোর্টে ৫০ পাতার রিপোর্টে রাজ্যকে তীব্র আক্রমণ। দ্রুত বিচারের জন্য ভিন রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির প্রস্তাব।
বাংলায় আইনের শাসনের বদলে চলছে শাসকের আইন। পরিস্থিতির বদল না হলে বাজবে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা। ছড়িয়ে পড়বে অন্য রাজ্যেও। হাইকোর্টে রিপোর্ট উদ্বিগ্ন কমিশনের। কোর্টের পর্যবেক্ষণে সিটের প্রস্তাব।
২ মাসে রবীন্দ্রনাথের মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হয়েছে মানুষ। অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। ‘চিত্ত যেথা ভয় শূন্য’ উদ্ধৃত করে রিপোর্টের ছত্রে ছত্রে রাজ্যকে আক্রমণ কমিশনের। সাক্ষীদের সুরক্ষায় উদ্বেগ।
হারের পরেও বাংলাকে বদনাম করতে বিভিন্ন সংস্থাকে দিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র। কমিশনের রিপোর্ট নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী।
ভোটের পর হিংসা, রাজ্যের বিরুদ্ধে কমিশন রিপোর্ট হাতিয়ার বিজেপির।
তৃণমূলের জোড়া চিঠির পরে শিশির অধিকারী-সুনীলকে লোকসভার সচিবালয়ের নোটিস। দলত্যাগ বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ।
৭ কেন্দ্রের দ্রুত নির্বাচন চেয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ তৃণমূলের ৬ সাংসদ। ইতিবাচক আলোচনা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে , জানালেন সুদীপ। আগে পুরভোট নয় কেন? পাল্টা বিজেপি।
বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ। তৈরি করা হচ্ছে ভয়ের পরিবেশ। ১২৪এ ধারার অপব্যবহার নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন বাতিল নয়? কেন্দ্রের জবাব চেয়ে নোটিস।
মঙ্গলকোটে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনে তৃণমূল নেতাই গ্রেফতার! পাকড়াও আরও ১। লাগাতার জেরায় বয়ানে একাধিক অসঙ্গতি। ঘটনাস্থলে গেল ফরেন্সিক। যে দলেরই হোক, শাস্তি হবে, দাবি অনুব্রতর।
২ বছর পরে ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। ৪ দিনের কর্মসূচিতে দেখা করতে পারেন একাধিক নেতার সঙ্গে। যেতে পারেন সিংঘুতেও। সময় পেলে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জানালেন মুখ্যমন্ত্রী।
বিমল গুরুঙ্গের নেতৃত্বের কাছেই আত্মসমর্পণ করছেন বিনয় তামাঙ্গ? ভোটে ভরাডুবির দায় নিয়ে ছাড়লেন মোর্চা। দলের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগ।
অক্সিজেন বিপর্যয়, গঙ্গায় দেহ ফেলা নিয়ে বিতর্কের মধ্যেই যোগী সরকারকে ক্লিনচিট প্রধানমন্ত্রীর। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অতুলনীয় বলে মন্তব্য। আইনের কোনও শাসনই তো নেই, কটাক্ষ মমতা।
রাজ্যে দৈনিক সংক্রমণ প্রায় একই, ১২ জনের মৃত্যু। ভ্যাকসিন নিয়ে ফের বঞ্চনার অভিযোগ মমতার। প্রধানমন্ত্রীকে আবার চিঠি।
রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজের পরিকল্পনা। বোলপুর, রানাঘাট, বিষ্ণুপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত স্বাস্থ্য দফতরের। চূড়ান্ত অনুমোদন দেবে এনএমসি।
সেনায় চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতানো প্রতারণা, ভুয়ো মেডিক্যাল টেস্ট! সাঁকরাইলে গ্রেফতার অভিযুক্ত। চক্রে আর কেউ? তদন্তে পুলিশ।
এবিপি আনন্দের খবরের জের। মহেশতলায় চুরি হয়ে যাওয়া খালের জন্যও থাকা পাম্প সরাল পুরসভা। খাল সংস্কারের ভাবনা।
West Bengal News Live: অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে, ভর্তি হাসপাতালে
অসুস্থ মানিকতলার তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে। প্রায় অচৈতন্য অবস্থায় হাসপাতালে আনা হয় বিধায়ককে। কাশি, ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি।ভেন্টিলেশনে রাখা হয়েছে মানিকতলার বিধায়ককে
WB News Live Updates: বীরভূমে তৃণমূলে যোগ দিলেন সিপিএমের জেলা সম্পাদকের ছেলে
বীরভূমে ধাক্কা সিপিএম, বিজেপিতে ধাক্কা। তৃণমূলে যোগ দিলেন সিপিএমের জেলা সম্পাদকের ছেলে। মনসা হাঁসদার ছেলে বুদ্ধদেব হাঁসদা যোগ দিলেন তৃণমূলে।ছেলের ব্যক্তিগত সিদ্ধান্ত, প্রতিক্রিয়া সিপিএমের জেলা সম্পাদকের।বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৩ হাজার কর্মী-সমর্থক
West Bengal News Live: হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডের অদূরে হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য
হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডের অদূরে হাড়গোড় উদ্ধারে চাঞ্চল্য। হেলিপ্যাডের ৫০০ মিটারের মধ্যে উদ্ধার মাথার খুলি, হাড়গোড়।ঝোপের মধ্যে হাড়গোড় পড়ে থাকতে দেখেন পুরকর্মীরা।পুলিশ এসে মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করে।
মৃতদেহটি বেশ কিছুদিন ধরে ওই জায়গায় পড়েছিল, অনুমান পুলিশের।ঘটনার তদন্তে চ্যাটার্জিহাট থানার পুলিশ
WB News Live Updates: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৮৮২ জন
রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের চিত্র প্রায় অপরিবর্তিত
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮৮২ জন
৯ এপ্রিলের পর রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে ১০ ---
সক্রিয় রোগী কমল আ
West Bengal News Live:স্বাস্থ্য দফতরের উদ্যোগে দেবাঞ্জনের ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন নেওয়া গ্রাহকদের টিকাকরণ শুরু
স্বাস্থ্য দফতরের উদ্যোগে দেবাঞ্জনের ক্যাম্পে ভুয়ো ভ্যাকসিন নেওয়া গ্রাহকদের টিকাকরণ শুরু। সোনারপুর গ্রামীণ হাসপাতালে টিকা দেওয়ার কাজ শুরু। মোট ৭৩৫ জনকে টিকা দেওয়া হবে, জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। এম আর বাঙুর হাসপাতালেও ২৫ জুলাই পর্যন্ত চলবে টিকাকরণ। ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গেই মোবাইলে মেসেজ, দেওয়া হচ্ছে সার্টিফিকেট।