West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা
Get the latest West Bengal News and Live Updates: তিস্তা অববাহিকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে
LIVE
Background
ভবানীপুর-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে ফের নির্বাচন কমিশনে তৃণমূল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, ভোটে কমিশনেরও সায় থাকার দাবি। এখনই নেই ভোটের পরিস্থিতি, পাল্টা দাবি বিজেপির।
আগামী দুমাস করোনা মোকাবিলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, টিকা নেওয়া মানেই করোনা থেকে রক্ষা পাওয়া নয়, পরতে হবে মাস্ক। পুজোর আগে করোনা নিয়ে ফের একবার সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার।
৫ কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে দ্রুত ভোট চেয়ে ফের নির্বাচন কমিশনে তৃণমূল। প্রয়োজনে ২ দফায় ভোট হলে আপত্তি নেই, জানালেন মহুয়া। এখনই নেই ভোটের পরিস্থিতি, পাল্টা দাবি বিজেপির।
ফের কমিশনে তৃণমূল
সন্ত্রাসের তদন্তে কলকাতা থেকে ভাটপাড়ায় সিবিআই। বিজেপি কর্মীদের মৃত্যুর পুনর্নির্মাণ। সাদা কাগজে সই করানোর অভিযোগে কলকাতা পুলিশের ২ অফিসারকে বাড়িতে ঢুকতে বাধা।
সন্ত্রাসের তদন্তে ৯টি মামলা রুজু করে তদন্তে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীকে ৪ কোম্পানি বাড়তি সিআরপিএফ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ২ কোম্পানি কলকাতায়, বাকি ২ কোম্পানি জেলায়।
কামারহাটিতে পুলিশ ফাঁড়ির কাছেই তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা, গুলি চালানোরও অভিযোগ। জখম ৬ তৃণমূল কর্মী। নেপথ্যে দলেরই একাংশ, দাবি বিদায়ী কাউন্সিলরের।
প্রতারণার অভিযোগে গিরিশ পার্কে বিজেপির শ্রমিক সংগঠনের নেত্রী গ্রেফতার। আইনজীবীর ভুয়ো পরিচয়ে ৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। দলের সঙ্গে কোনও যোগ নেই। দাবি করলেন দিলীপ ঘোষ।
কলকাতা বিমানবন্দরের কাছে তেজস্ক্রিয় মৌল-সহ গ্রেফতার ২। পরীক্ষার জন্য পাঠানো হল অ্যাটমিক রিসার্চ সেন্টারে। উদ্ধার হওয়া ধাতব পদার্থ ক্যালিফোরমিয়াম হলে দাম কয়েকটি শো কোটি টাকা।
এবার সরকারি চিকিৎসক-নার্সদের জন্য বিনামূল্যে জমি দেবে রাজ্য। ১০ একর দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী। সঙ্কট কাটাতে কাজে লাগানো হবে কোয়াকদের।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৭১৭, ৯জনের মৃত্যু। দেশে একধাক্কায় ২০ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ। কেরলেই একদিনে আক্রান্ত ৩১ হাজার।
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল
গত ২৪ ঘণ্টায় রাজ্যে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমল। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।
WB News Live Updates: ছাত্রী নিখোঁজ মামলায় ৩ এজেন্সিকে তদন্তভার দিল আদালত
সিআইডি, সিবিআই, ইন্টারপোলকে একসুতোয় গাঁথল হাইকোর্ট। এক ছাত্রীর নিখোঁজ মামলায় ৩ এজেন্সিকে তদন্তভার দিল আদালত। নিখোঁজ ছাত্রী বাংলাদেশে পাচার হয়ে থাকলে ফিরিয়ে আনার নির্দেশ।সিবিআই ও ইন্টারপোলের সাহায্যে ছাত্রীকে ফেরানোর নির্দেশ হাইকোর্টের। ২০২০ সালের ২৯ জুলাই এমএসসির ছাত্রী বারাসাতের বাড়ি থেকে নিখোঁজ হন।ছাত্রী নিখোঁজ হওয়ার পর তদন্তভার যায় সিআইডির হাতে।
West Bengal News Live: ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে ট্যুইটে তোপ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের
‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে ট্যুইটে তোপ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের। ‘কেরলে কোভিডের তৃতীয় ঢেউ ঢুকে পড়েছে, বাংলায় নাকি কোভিড নেই’,মহেশতলায় ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ছবি ট্যুইট করে কটাক্ষ অগ্নিমিত্রার।
‘মুখ্যমন্ত্রী উপনির্বাচন চাইছেন, অথচ ট্রেন বন্ধ। এগিয়ে যান, এগিয়ে বাংলা’ কটাক্ষ অগ্নিমিত্রার
WB News Live Updates: কলকাতার ৮ টি কলেজে ১১ হাজার আসনে ভর্তির আবেদন তিন লক্ষাধিক
কলকাতার ৮ টি কলেজে ১১ হাজার আসন। আবেদন পত্র জমা পড়ল ৩ লক্ষ ৬৭ হাজার ৭৫০। ১০০ শতাংশ পাশের জেরে কলেজে ভর্তিতে সঙ্কট? শহরের কলেজগুলিতে দেদার আবেদনপত্র। ‘আসন না বাড়ালে সঙ্কটমুক্তি অসম্ভব’বলছেন একাধিক কলেজ কর্তৃপক্ষ
West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে সিবিআই
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুরে সিবিআই। ভোটের পর খুন হন সংগ্রাম বর নামে এক বিজেপি কর্মী। তাঁকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনার তদন্তেই আজ সিবিআই নিহতের বাড়িতে পৌঁছয়।