West Bengal News Live: বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা
Get the latest West Bengal News and Live Updates: আজ রাতেই দিল্লি যাচ্ছেন জহর সরকার
LIVE
Background
২০২৩-এ ত্রিপুরা বিধানসভার নির্বাচন। টানা তৃতীয়বার বঙ্গ জয়ের পর এবার সেই রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল কংগ্রেস! ইতিমধ্যেই তত্পরতা শুরু হয়ে গিয়েছে শাসকশিবিরে! শনিবারই কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, বিজেপি শাসিত ত্রিপুরাতেও, ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সোমবারবেলা ১২টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।
এই সফরে অন্যান্য দল থেকে কয়েকজন নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্যের একটি দল আগরতলায় যায়। কিন্তু কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের হোটেলবন্দি করে বিজেপি শাসিত ত্রিপুরার প্রশাসন। হোটেলের বাইরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।
এই ঘটনার প্রবল সমালোচনা করে তৃণমূল। টিম PK-র সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলার ধর্মনগরে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল। পুলিশ সেই মিছিল আটকালে ধুন্ধুমার বেধে যায়। কলকাতা থেকে আগরতলায় যান রাজ্যের দুই মন্ত্রী-সহ একাধিক তৃণমূল সাংসদ।
এ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে। এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
West Bengal News Live: বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা
বৃষ্টি থামতেই বেরিয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তার কঙ্কালসার চেহারা। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। চিড়িয়া মোড় থেকে দমদম স্টেশন। সেভেন ট্যাঙ্কস পেরোনোর পরেই বেহাল দমদম রোড। রাস্তার মাঝে বিশাল গর্ত। অন্যতম গুরুত্বপূর্ণ দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্টমুখী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। খানা-খন্দে ভরা রাস্তায় প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা। নিত্যদিন যানজটের সমস্যা। পরিস্থিতি সামলাতে গিয়ে নাজেহাল ট্রাফিক পুলিশ। রুবি মোড় ও কামালগাজি ব্রিজ সংলগ্ন ইএম বাইপাসের বেহাল দশা। রাস্তার যেখানে-সেখানে গর্ত। ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। বজবজ ট্রাঙ্ক রোডেও বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা। প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। PV Sindhu,
WB News Live Updates: রাজ্যজুড়ে কমছে করোনার দাপট, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭৫
রাজ্যজুড়ে কমছে করোনার দাপট।সোমবার রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী, গত করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৫৭৫ জন। যা রবিবারের তুলনায় বেশ অনেকটাই কম। ১ অগাস্ট রাজ্যে মোট আক্রান্ত হয়েছিলেন ৭০১ জন।
West Bengal News Live: ত্রিপুরায় বিধানসভা ভোটে ৪০ থেকে ৪৫টি আসন পাবে তৃণমূল, দাবি অনুব্রত মণ্ডলের
ত্রিপুরায় অভিষেককে ভয় পাচ্ছে বিজেপি। ভয় দেখিয়ে লাভ নেই। ত্রিপুরায় বিধানসভা ভোটে ৪০ থেকে ৪৫টি আসন পাবে তৃণমূল। দাবি অনুব্রত মণ্ডলের।
WB News Live Updates: আগরতলায় অভিষেকের গাড়িতে হামলার ঘটনায় রাজ্য বিজেপিতে ভিন্ন সুর
আগরতলায় অভিষেকের গাড়িতে হামলা, বিজেপিতেই ভিন্ন সুর। নিন্দনীয় ঘটনা, বিজেপির সংস্কৃতি নয়, বলে মন্তব্য শমীক ভট্টাচার্যের। খবরে থাকার জন্য তৃণমূলেরই অপচেষ্টা, উল্টো সুরে দাবি জয়প্রকাশ মজুমদারের।
West Bengal News Live: বাংলায় চাকরি নেই. চাকরির জন্য আন্দোলনে যেতে হচ্ছে শিক্ষক থেকে আশাকর্মীদের, বললেন শুভেন্দু
বাংলায় চাকরি নেই. চাকরির জন্য আন্দোলনে যেতে হচ্ছে শিক্ষক থেকে আশাকর্মীদের। ত্রিপুরায় বিজেপি সরকারের বিরুদ্ধে অভিষেকের আক্রমণের পাল্টা শুভেন্দু অধিকারী।