WB News Live Updates : গোবরডাঙা স্টেশন রোডে তৃণমূলের মিছিল থেকে সিপিএমের পথসভায় হামলার অভিযোগ
Get the latest West Bengal News and Live Updates: আগরতলায় তৃণমূলের পতাকা লাগানো নিয়ে তুলকালাম। যুব তৃণমূল নেতাদের পতাকা লাগানোর সময় বিজেপির জমায়েত।
LIVE
Background
কলকাতা : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। ত্রিপুরেশ্বরী মন্দির যাওয়ার পথে গাড়িতে বাঁশের বাড়ি। অভিযুক্ত বিজেপি। নাড্ডার কনভয়ে হামলার সময়ে কী হয়েছিল? অভিযোগ উড়িয়ে পাল্টা প্রশ্ন তুলল বিজেপি। বিদায়ঘণ্টা বেজে গেছে বিজেপির। কটাক্ষ করলেন অভিষেক। এভাবেই আক্রমণ পাল্টা আক্রমণে উত্তপ্ত হয়ে রইল রাজনৈতিক ময়দান।
টিম পিকে-র ২৩ জন সদস্যকে হোটেলবন্দি করা ও কোভিড বিধিভঙ্গের অভিযোগে মামলা রুজু করায় ত্রিপুরায় তৃণমূল-বিজেপির চাপানউতোর চলছিলই। এরই মধ্যে সোমবার বিশ্রামগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপি কর্মীদের হামলার অভিযোগে আরও উত্তপ্ত হয়ে ওঠে ত্রিপুরার রাজনীতি। এই সেই ভিডিও, যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ট্যুইট করেন। ভিডিওতে দেখা যায়, মার্ক করে দিতে হবে, বাঁশ দিয়ে মারছে বলে।
সাংবাদিক বৈঠকে সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ' আমার বাড়িতে লাঠির বাড়ি, রডের বাড়ি, বাঁশের বাড়ি মারা হয়েছে। আমার নিরাপত্তারক্ষীরা আহত হয়েছেন'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগে রাজ্যসভায় সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি রাজ্যসভায় বলেন, ' আপনি বলছেন সংসদে শান্তি বজায় রাখতে, তেমনই সংসদের বাইরেও শান্তি বজায় রাখা দরকার। ত্রিপুরায় লোকসভার একজন সাংসদের উপর হামলা হয়েছে। সরকার সব জায়গায় বিরোধীদের বাধা দেওয়ার চেষ্টা করছে..'
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা বাংলার বিজেপির তরফে ট্যুইট করে বলা হয়, ' বাংলায় বিরোধী নেতাদের ওপর এই ধরনের ঘটনা কার্যত রুটিনে পরিণত হয়েছে। এখন মনে হচ্ছে তৃণমূলের হিংস্র কর্মীদের ত্রিপুরায় পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গেও এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হবে তৃণমূল নেতাদের।'
অন্যদিকে রাজনীতির ময়দানে নজরে বাবুল সুপ্রিয়। সোমবার রাতে জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পরেই সুর বদল করলেন বাবুল সুপ্রিয়। ফেসবুকে সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করলেও, নাড্ডার সঙ্গে বৈঠক সেরে তিনি জানান, রাজনীতি ছাড়লেও, ছাড়ছেন না সাংসদ পদ। এত কথার জাগলারি কেন? সবটাই নাটক। বাবুলের সিদ্ধান্ত নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
West Bengal District News : গোবরডাঙা স্টেশন রোডে তৃণমূলের মিছিল থেকে সিপিএমের পথসভায় হামলার অভিযোগ
গোবরডাঙা স্টেশন রোডে সিপিএমের পথসভায় হামলার অভিযোগ।তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ।সুভাষ চক্রবর্তীর মৃত্যুদিন উপলক্ষ্যে পথসভা সিপিএমের।চেয়ার, মাইক ভাঙচুর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।মিছিলে বাধা দিয়েছিল সিপিএম, পাল্টা দাবি তৃণমূলের
West Bengal District News : দমকলের সদর দফতরের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
নিউমার্কেট থানা এলাকায় দমকলের সদর দফতরের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। তাঁদের দাবি, পরীক্ষায় পাস করা সত্ত্বেও নিয়োগ করা হচ্ছে না। পরে দমকলের ডিজির আশ্বাসে বিক্ষোভ মেটে।
West Bengal District News : করোনার ভ্যাকসিন সঙ্কট,এসএসকেএমে দেড় দিন ধরে লাইন
শহরে করোনার ভ্যাকসিন সঙ্কট। পরিস্থিতি এমনই যে, এসএসকেএমে ভ্যাকসিনের জন্য দেড় দিন ধরে লাইন। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা। দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান। তাই ভ্যাকসিন পাননি।
West Bengal District News : করোনার ভ্যাকসিন সঙ্কট,এসএসকেএমে দেড় দিন ধরে লাইন
শহরে করোনার ভ্যাকসিন সঙ্কট। পরিস্থিতি এমনই যে, এসএসকেএমে ভ্যাকসিনের জন্য দেড় দিন ধরে লাইন। এই ভ্যাকসিন গ্রাহকদের বেশিরভাগই হাওড়া থেকে এসেছেন। রবিবার রাত থেকে বসে রয়েছেন তাঁরা। দু’দিন ধরে যাঁরা অপেক্ষা করছেন তাঁদের দাবি, লাইনে বিশৃঙ্খলার জন্য পুলিশ অনেককে সরিয়ে দেয়। ফলে তাঁরা পিছনে পড়ে যান। তাই ভ্যাকসিন পাননি।
WB News Live Updates : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৯
রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বাড়ল। রাজ্য সরকারের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭২৯। একদিনে মৃত্যু হয়েছে নয় জনের। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭৫৬।