West Bengal News Live: ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮২৬ জন, মৃত ১০
Get the latest West Bengal News and Live Updates: মোট আক্রান্তের সংখ্যা ১৫.৩০ লক্ষ। মোট মৃত ১৮,১৮০।
LIVE
Background
কলকাতা : পেগাসাসকাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, মোদি সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে, বিজেপির অন্দরেও জোরাল হচ্ছে ক্ষোভের সুর। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছাড়ছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' পেট্রোল-ডিজেলের দাম যেভাবে বাড়ছে, সেটা মেনে নেওয়া যায় না... বিজেপিতে কোনও গুরুত্ব দিত না। কথা শুনত না'
২০১৯-এর লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেওয়া অনিন্দ্যপুলক সম্প্রতি নারদকাণ্ডের তদন্তে সিবিআইয়ের তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতার নিয়েও, ফের প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার সকালে বিরোধীদের প্রাতরাশ বৈঠকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচনা হয়। তার মধ্যেই এই ইস্যুতে বিজেপি ছাড়ার ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক। এর আগে পেগাসাসকাণ্ডের প্রতিবাদে সংসদে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। যাঁর সঙ্গে বিজেপিতে যোগদানের আগে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন, অমিত শাহের সেই মঞ্চে দেখা গেছিল সুনীল মণ্ডলকেও। এখন অবশ্য বর্ধমান পূর্বের সাংসদ দাবি করছেন, তিনি তৃণমূলেই আছেন। বিজেপির অস্বস্তি বাড়িয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয়ও। যদিও, সোমবার আবার জে পি নাড্ডার সঙ্গে বৈঠকের পর, অবস্থান পাল্টে, রাজনীতি থেকে দূরে থাকলেও, সাংসদ পদ না ছাড়ার কথা জানিয়েছেন তিনি!
West Bengal News Live: ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৮২৬ জন, মৃত ১০
গত ২৪-ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। একই সময়ে মারা গিয়েছেন ১০ জন।
WB News Live Updates: পরিবার বিজেপি করায় ছাত্রীদের 'হেনস্থা'
পরিবার বিজেপি করায় কয়েক জন ছাত্রীকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ ছাত্রীদের। পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। এ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা।
West Bengal News Live: ভ্যাকসিন কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না বাসিন্দাদের
ভ্যাকসিনের আকাল চরমে। তাই বিনা নোটিসেই কুপনের জন্য ওয়ার্ড অফিসে ধর্না দিলেন বারাসাত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিন ভোর থেকেই ওয়ার্ডে অফিসের সামনে লম্বা লাইন পড়ে। ভ্যাকসিন গ্রহীতাদের দাবি, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয় ওয়ার্ড অফিসে মিলবে কুপন। ওয়ার্ড অফিসের কর্মীরা কুপন দেওয়া হয় না বলায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিদায়ী তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন, ভ্যাকসিনের চাহিদা থাকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। অন্যদিকে, বিজেপির কটাক্ষ, অনেক জায়গাতেই ওয়ার্ড অফিস থেকে ঘনিষ্ঠদের কুপন দেওয়া বিলি করছে তৃণমূল, সেই কারণেই এই বিভ্রান্তি।
WB News Live Updates: তৃণমূলের পার্টি অফিস থেকে দেওয়া হল ভ্যাকসিন, বিতর্ক ভাঙড়ে
কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা পুরসভার ক্লিনিক নয়, সরকারী উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার আয়োজন তৃণমূলের পার্টি অফিসে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ১ নম্বর ব্লকের কড়মবা এলাকা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দলবাজির অভিযোগ করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতার সাফাই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র অপরিষ্কার হওয়ায় সাময়িকভাবে পার্টি অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হয়।
West Bengal News Live: ৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এখনই রেহাই নেই বৃষ্টির হাত থেকে। ৬ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হবে ভারী বৃষ্টি। কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের কয়েক জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।