West Bengal News Live: রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৮১২, মৃত ১৩
Get the latest West Bengal News and Live Updates: গত ২৪-ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। একই সময় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৩ জন।
LIVE
Background
DVC’র ছাড়া জলের কারণে বন্যা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কাছে এই অভিযোগও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে জানিয়েই, জল ছাড়া হয়েছে বলে দাবি DVC’র। বন্যা পরিস্থিতির জন্য ফের DVC’কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী!
প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী তুললেন ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ। বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই ফোন ধরতে পারেননি মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীকে ফোন করেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জানতে চান, রাজ্যে কি খুব বৃষ্টি হচ্ছে? বৃষ্টির কারণেই কি বন্যা পরিস্থিতি?
মুখ্যমন্ত্রী বলেন, বন্যা হচ্ছে DVC’র জল ছাড়ার কারণে। তিনি আরও বলেন, DVC বারবার জল ছেড়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েও বিচার পাচ্ছি না। বুলবুল, আমফান, ইয়াস প্রত্যেকবার সবথেকে বেশি ক্ষতি হচ্ছে রাজ্যের। DVC ৫৪ হাজার কিউসেক জল ছাড়বে বলেছিল। ২ লক্ষ কিউসেক ছেড়েছে। ওরা বাঁধ পরিষ্কার করে না।যদি, করত তাহলে ২ লক্ষ কিউসেক জল বেশি ধরতে পারত। এটা পরিকল্পিত বন্যা।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন স্থানীয় তৃণমূল সাংসদ দেব। ঘাটালের ফি বছর বন্য পরিস্থিতির জন্য কেন্দ্রকে দুষেছেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের জন্যই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হচ্ছে না। এছাড়াও তিনি বলেন, 'দিদি প্রধানমন্ত্রী হলেই ঘাটালের সমস্যার সমাধান হবে। অন্য কোনও সরকার কেন্দ্রে থাকলে ঘাটাল মাস্টার অ্যাকশন প্ল্যান কার্যকর হবে না।'
ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে।...পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। DVC-র জলাধার থেকে প্রচুর জল ছাড়ায় প্রতিবছরই ম্যান মেড বন্যা হয়। ২০১৫-র পর, ২০১৭, ২০১৯ ও ২০২১ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় রাজ্যকে।
West Bengal News Live: রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৮১২, মৃত ১৩
গত ২৪-ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১২ জন। একই সময় রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৩ জন।
WB News Live Updates: দিঘায় মহিলা পর্যটককে ইভিটিজিং করার অভিযোগে গ্রেফতার ৭ যুবক
দিঘায় বেড়াতে আসা এক মহিলা পর্যটককে প্রকাশ্য রাস্তায় ইভিটিজিং করার অভিযোগে ৭ যুবককে পাকড়াও করল দিঘা থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে দিঘা থানা সূত্রে জানানো হয়েছে। গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
West Bengal News Live: সোনারপুর বেআইনী ভ্যাকসিন ক্যাম্প কাণ্ডে গ্রেফতার আরও ১
সোনারপুর বেআইনী ভ্যাকসিন ক্যাম্প কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতের নাম উত্তম কর্মকার। অভিযুক্ত পেশায় প্রমোটার বলে জানা গিয়েছে। সোনারপুরের সুভাসগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ অর্থের বিনিময়ে ক্যাম্প করিয়েছিল সে। ৪০ থেকে ৪৫ জনকে সে ভ্যাকসিন করিয়েছিল বলে অভিযোগ। এদের মধ্যে তার শ্রমিকরাও ছিলেন বলে জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করে পুলিশ।
WB News Live Updates: আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আগামী ৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। ৯ই ও ১০ই অগাস্ট উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
West Bengal News Live: আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারি গ্রেফতার
আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার কাটাগর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ওই কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করে চারটি আগ্নেয়াস্ত্র। পুলিশের অনুমান কাউকে বিক্রি করার জন্য আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগর এলাকায় দাঁড়িয়ে ছিল ওই কারবারি।