West Bengal News Live: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭০০
মঙ্গলবারের থেকে রাজ্যে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ
LIVE
Background
কলকাতা: রাজ্যে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৬৩৯ জন, ১২ জনের মৃত্যু। জেলাগুলির মধ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ কলকাতায়। উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা।
রাজ্যে এল ৩ লক্ষ ৩১ হাজার ৩৩০ টি কোভিশিল্ডের ডোজ। পুনে থেকে কলকাতায় আসা কোভিশিল্ডগুলিকে রাখা হচ্ছে বাগবাজারের ভ্যাকসিন স্টোরে। কলকাতা সহ অন্যান্য জেলায় বণ্টন করা হবে কোভিশিল্ডগুলি।
শেষমুহূর্তে কোভিশিল্ড আসায় ভ্যাকসিন পেল কলকাতা। যোগান নিয়ে বঞ্চনার অভিযোগ ফিরহাদের। যা আছে, তা দিয়ে আজকের মতো সামাল দেওয়ার দাবি। কেন্দ্রের পাঠানো টিকা যাচ্ছে বেসরকারি হাসপাতালে, বিস্ফোরক অভিযোগ বিজেপির।
সাময়িক সঙ্কট মুক্তি?
সমস্ত জেলাকে সোয়াইন ফ্লু নিয়ে সতর্ক করে যথেষ্ট ওষুধ মজুতের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। কোভিড নেগেটিভ অথচ ইনফ্লুয়েঞ্জা উপসর্গ নিয়ে আসা রোগী নিয়ে সতর্কতা জারি। নোডাল সেন্টার হিসেবে বেলেঘাটা আইডি-তে শুরু পরিকাঠামো তৈরির কাজ।
১৮ অগাস্ট থেকে খুলছে বেলুড় মঠ। প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে ৫.৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে মঠ। প্রবেশপথে দেখাতে হবে ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র বা আরটিপিসিআর রিপোর্ট।
দিল্লি বোর্ডের আদলে ২টি সিমেস্টারে হতে পারে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? মধ্য শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব চাইল রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পর্ষদ ও সংসদ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
হাইকোর্টের নির্দেশ ছাড়া কোনও সাংসদ-বিধায়কের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা যাবে না। রাজনীতিকে অপরাধমুক্ত করতে বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রার্থী করার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে অপরাধ-যোগের নথি। নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
নির্বাচনে দলীয় প্রার্থীদের অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ না করায় বিজেপি ও কংগ্রেস সহ ৯টি দলকে আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট। কংগ্রেস ও বিজেপি সহ অন্য পাঁচটি দলের এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ।
গরুপাচারকাণ্ডে ফেরার বিনয় মিশ্রকে ভানুয়াতু সরকারকে ২৮ পাতার রিপোর্ট দিল সিবিআই। কয়লাকাণ্ডে প্রাক্তন যুব তৃণমূল নেতার প্রত্যর্পণ চেয়ে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পাল্টা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি বিনয় মিশ্রের আইনজীবীর।
এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলনে নড়েচড়ে বসল রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। আবেদনের ভিত্তিতে নিয়ম মেনে আন্দোলনকারীদের নিয়োগ করা হবে, জানালেন এসএসসির চেয়ারম্যান।
দেগঙ্গায় স্ত্রীর মাসির বাড়ি বেড়াতে এসে যুবকের রহস্যমৃত্যু। মাসি-মেসোর সঙ্গে একযোগ ষড়যন্ত্র করে বিষ খাইয়ে খুন করেছে স্ত্রী, অভিযোগ মৃতের পরিবারের।
অভিযুক্ত স্ত্রী ও তাঁর মাসি-মেসোকে গ্রেফতার করেছে পুলিশ।
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আটক মাদক ভর্তি লরি। বাজেয়াপ্ত বস্তা বোঝাই ৩৩০ কেজি গাঁজা। মণিপুর সীমান্ত থেকে বিপুল পরিমাণ এই মাদক কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার লরি চালক-সহ ২।
ঘাটাল পরিদর্শন করলেন সেচ দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র
মুখ্যমন্ত্রীর ঘাটাল সফরের পরের দিন নবান্ন থেকে আকাশ পথে ঘাটাল পরিদর্শন করলেন সেচ দফতরের সচিব প্রভাতকুমার মিশ্র। জল পথেও বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সবই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
মাদক পাচার করতে গিয়ে প্রেসিডেন্সি জেলে হাতেনাতে পাকড়াও
প্রেসিডেন্সি সংশোধনাগারে মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক নাইজেরিয়ান বন্দি। আর এই ঘটনাকে কেন্দ্রে করে প্রেসিডেন্সি সংশোধনাগারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। জেল সূত্রে খবর, আজ দুপুরে সংশোধনাগারের পাঁচিল টপকে ভিতরে মাদকের প্যাকেট ছুড়ে ফেলা হয়। প্রতারণার মামলায় ধৃত এক নাইজেরিয়ান বন্দি প্যাকেটটি নিতে যায়। কারারক্ষীরা ঘটনাস্থলে গেলে, মাদকের প্যাকেটটি লুকিয়ে ফেলে ওই বন্দি। মাদকের প্যাকেটটি কে বা কারা জেলের ভিতরে ছুড়ে ফেলল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বামীর মৃত্যুর নেপথ্যে স্ত্রীকে দায়ী, চুল কেটে নেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
ডায়মন্ড হারবারের পর এবার লালগোলায় মধ্যযুগীয় বর্বরতা। স্বামীর মৃত্যুতে স্ত্রীকে দায়ী করে চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীর রহস্যমৃত্যুর ঘটনায় নির্যাতিতাকেও গ্রেফতার করেছে পুলিশ।
বাঁকুড়ায় সিমকার্ড, ই ওয়ালেট জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ
বাঁকুড়ায় সিমকার্ড ও ই ওয়ালেট জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল পুলিশ। ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৯ হাজার সিম কার্ড, ল্যাপটপ ও ভুয়ো নথি। জামতাড়া গ্যাংয়ের সঙ্গে প্রতারকদের কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার নয়া সমীক্ষা শুরু রাজ্যে
করোনা থেকে সেরে উঠে কেউ অন্য রোগে ভুগছেন। কেউ সেই রোগে মারা গিয়েছেন। কেউ আবার দীর্ঘ রোগভোগে কাজ হারিয়েছেন। মারণ ভাইরাসের দুই তরঙ্গ সমাজে কতটা ক্ষত তৈরি করেছে? তার জানতে এবার সমীক্ষা শুরু হল এরাজ্যে।