Calcutta High court: SBI-এর মামলায় সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: SBI-এর মামলায় সিবিআই-এর ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট। তদন্তে রাজ্য অনুমতি দেবে না, এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। তদন্ত করতে চায় না বলে এজেন্সির কৌশল। মন্তব্য বিচারপতির।
আরও খবর...
ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে ফের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির প্রসঙ্গ। বললেন বাবরি মসজিদ হবেই। পাশাপাশি তাঁর ঘোষণার পরই কেন বঙ্গীয় হিন্দু সেনার তরফে মুর্শিদাবাদে রামমন্দির নির্মাণের ঘোষণা হল, প্রশ্ন তুলেছেন তা নিয়েও। সিপিএম, কংগ্রেসের কটাক্ষ বাংলায় হিন্দু-মুসলিম এক হতে দিতে চায় না তৃণমূল।
পুরীর আদলে, দিঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। খরচ হয়েছে ২৫০ কোটি টাকা। আগামী বছরই মন্দিরের উদ্বোধন। ধুমধাম করে হবে রথযাত্রা। পুরীতে যেমন খাজা, দিঘায় তেমন থাকবে গজা, গুজিয়া, প্য়াঁড়া, জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। মন্দির চত্বরেই থাকছে ভোগ ঘর, ডালা ঘর। এদিকে দিঘায় মন্দির নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য় সরকারি টাকায় মন্দির নির্মাণ করা যায় না।