West Bengal News Live: রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগের পথে আদিত্য বিড়লা গোষ্ঠী, চুক্তি স্বাক্ষর
Get the latest West Bengal News and Live Updates:কন্যাসন্তান হওয়ায় একবালপুরে সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে।
LIVE
Background
কাঁকুলিয়া রোডে কর্পোরেট কর্তা-সহ জোড়া খুনে প্রথম গ্রেফতার। ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার মিঠু হালদার। খুনে জড়িত সন্দেহে মিঠুর বড় ছেলের খোঁজে তদন্তকারীরা।
বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে ক্রেতা আছে বলে যোগাযোগ করে মিঠুর বড় ছেলে। সুবীর চাকীতে ডেকে পরিকল্পনা ছিল টাকা নিয়ে পালানোর। চিনে ফেলায় আংটি, মানিব্যাগ হাতিয়ে খুন। গোয়েন্দা সূত্রে খবর।
খুন করে ডায়মন্ডহারবার পালিয়ে যায় ভিকি। রক্তমাখা জামাকাপড় পরিষ্কার করে দেয় ধৃত মিঠু। তথ্য গোপন করলেও কাঁকুলিয়ায় সিসিটিভি দেখে ভেঙে পড়ে মিঠু। গোয়েন্দা সূত্রে খবর।
সঙ্গী নিয়েই কাঁকুলিয়ায় কর্পোরেট কর্তা সহ দুজনকে খুন করে ভিকি। বারবার ফোন নম্বর বদল করছে খুনে অভিযুক্ত ভিকি। লোকেশন পাল্টে গোয়েন্দাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, সূত্রের খবর।
২০২০ সালে ছেলেদের সাহায্যে নিজের স্বামীকে খুনের চেষ্টা করেন মিঠু হালদার। মিঠু ও তাঁর দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। স্বামীর সঙ্গে ঝামেলার পরেই ছাড়েন শ্বশুরবাড়ি। গোয়েন্দা সূত্রে খবর।
মৃত্যুর দিন বিজয়া সারতে গড়িয়াহাটের দোকান থেকে ৩ প্যাকেট মিষ্টি কেনেন সুবীর চাকী। গাড়িচালককে নিয়ে নিজেও খান মিষ্টি। এবিপি আনন্দের হাতে এক্সক্লুসিভ ফুটেজ।
কন্যাসন্তান হওয়ায় একবালপুরে সদ্যোজাত শিশুকন্যাকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ২ কন্যাসন্তান হওয়ায় বাঁকুড়ায় শিশুকন্যাকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। উদ্ধার দেহ।
রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী
রাজ্যে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদিত্য বিড়লা গোষ্ঠী। চুক্তি স্বাক্ষর হল রাজ্য সরকারের সঙ্গে। নবান্ন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে রঙের কারখানা করবে শিল্প সংস্থাটি। আদিত্য বিড়লা গ্রুপের দাবি, এতে ৬০০ মানুষের কর্মসংস্থান হবে। দেড় থেকে ২ বছরের মধ্যে কারখানায় রং উৎপাদন হবে। খবর নবান্ন সূত্রে।
WB News Live: পুরভোটের কথা মাথায় রেখে জলপাইগুড়িতে আগেভাগে প্রচারে নামতে চাইছে বিজেপি
পুরভোটের কথা মাথায় রেখে জলপাইগুড়িতে আগেভাগে প্রচারে নামতে চাইছে বিজেপি। জনসংযোগ যাত্রার মাধ্যমে চলবে প্রচার। ভোটারদের মন পেতে দৈনন্দিন সমস্যাকে হাতিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। পুরভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।
WB News Live Updates: এবার গোসাবার ভোটে বহিরাগত-বিতর্ক
এবার গোসাবার ভোটে বহিরাগত-বিতর্ক। বিজেপি প্রার্থী বহিরাগত, ভূমিপুত্র নন। এই নিয়ে প্রচারে নেমে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। ভবানীপুরের বাসিন্দা মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রার্থী
WB News Live: পূর্ব বর্ধমানের কাটোয়ায় জল যন্ত্রণা
একে জমা জলের যন্ত্রণা! তারওপর পুরসভা থেকে পাম্প বসিয়ে জল বের করার জন্য টাকা নেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানের কাটোয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। একে অন্যের দিকে আঙুল তুলেছে শাসক-বিরোধী দু’পক্ষ।
WB News Live Updates: তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ
তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। হাওড়ার জগৎবল্লভপুরে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ, পথ অবরোধ বিজেপির।। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।