West Bengal News Live: পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের
Get the latest West Bengal News and Live Updates: বৈঠকের পরেই রাজ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি রাজ্যপালের
LIVE
Background
ক্যানিংয়ের পর এবার হাওড়ায় শ্যুটআউট। নাজিরগঞ্জে খুন হলেন তৃণমূল নেতা ওয়াজুল খান। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির কাছে বসেছিলেন বছর বাহান্নর ওই তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতাকে ভর্তি করা হয় নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে।
বিষ্ণুপুরে টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে সোমবার তোলা হল বাঁকুড়া জেলা আদলতে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিটে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারা যোগ করা হয়েছে। এদিন তাঁক ৭ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আগামী মাসে পুরভোট হলে, অল্প সময়ে কীভাবে হাওড়ায় হবে ওয়ার্ড পুনর্বিন্যাস? সর্বদল বৈঠকে এমন প্রশ্নই তুলল বিজেপি। এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। এদিকে, পুরভোট সম্পর্কে জানতে কাল রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল।
জেলা তৃণমূল নেতৃত্বের হুইপ অগ্রাহ্য করে অনাস্থা। অপসারিত হলেন তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদের নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি। এই নিয়ে মুর্শিদাবাদে ফের প্রকাশ্যে শাসক কোন্দল। মানতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।
কলকাতার তিনটি সরকারি হাসপাতাল থেকে ট্রেন দুর্ঘটনায় আহত রোগীকে ফেরানোর অভিযোগ। শেষপর্যন্ত এপিবি আনন্দে খবর সম্প্রচারের পর এসএসকেএম-এ ভর্তি করা হয় মুর্শিদাবাদের যুবককে।
মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে, এই তিন জন বিজেপিতে যোগ দিয়েছিলেন। পাল্টা বিজেপির দাবি, ভোটাভুটি হলেই প্রমাণ হবে, বেশিরভাগ সদস্যই আমাদের সঙ্গে আছেন।
স্কুল খুলতেই শিক্ষিকাদের পোশাক নিয়ে বিতর্ক দক্ষিণ ২৪পরগনার সোনারপুরে। অভিভাবকদের দাবি, শাড়ি পরে আসতে হবে স্কুলে। স্কুল কর্তৃপক্ষও তাতে সম্মত হলে তৈরি হয় বিতর্ক। সোমবার তড়িঘড়ি বৈঠক ডেকে মেটানো হল বিতর্ক। শালীনতা বজায় রেখে পোশাক পরার অনুমতি পেলেন শিক্ষিকারা।
ব্যাঙ্ক বাঁচাও, দেশ বাঁচাও এই ডাক দিয়ে কলকাতা থেকে দিল্লি যাত্রা করবে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন। আগামী ২৪ নভেম্বর কলকাতা থেকে শুরু হবে যাত্রা। দিল্লিতে গিয়ে শেষ হবে আগামী ৩০ নভেম্বর। এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসাররা।
ক্লাসরুমে গাদাগাদি করে বসে খুদে পড়ুয়ারা। মাস্ক নেই তাদের অনেকের মুখেই। সরকারি নির্দেশিকা অমান্য করে বেসরকারি স্কুল চালানোর অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনায়। এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন কালনার মহকুমাশাসক। পড়ুয়াদের কথা ভেবেই পড়ানো হচ্ছিল,সাফাই প্রধান শিক্ষিকার।
West Bengal News Live: মহিষাদলে প্রশাসনের নির্ধারিত দিনে, গৃহপ্রবেশ করলেন বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া গ্রাহকরা
মহিষাদলে প্রশাসনের নির্ধারিত দিনে, গৃহপ্রবেশ করলেন বাংলা আবাস যোজনায় বাড়ি পাওয়া গ্রাহকরা। যেখানে বাড়ি পেতে পক্ষপাতিত্ব করা হয়, সেখানে গৃহপ্রবেশ নাটক, কটাক্ষ করেছে বিজেপি।তৃণমূলের কাজ মানুষ দেখছে, তাই বিজেপি হারছে, তৃণমূল জিতছে, খোঁচা শাসকদলের।
WB News Live Updates: ৮ দিন ধরে, SSKM’এর মেইন বিল্ডিংয়ের উল্টোদিকে মাটিতে পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী
৮ দিন ধরে, SSKM’এর মেইন বিল্ডিংয়ের উল্টোদিকে মাটিতে পড়ে রয়েছেন ক্যান্সার আক্রান্ত রোগী। কোনও চিকিৎসা মিলছে না বলে অভিযোগ পরিবারের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ।
West Bengal News Live: দুর্গাপুর স্টিল প্লান্টের জমি থেকে গাছ কেটে পাচার ও ফাঁকা প্লট বিক্রির অভিযোগ
দুর্গাপুর স্টিল প্লান্টের জমি থেকে গাছ কেটে পাচার ও ফাঁকা প্লট বিক্রির অভিযোগ। জমি মাফিয়াদের বিরুদ্ধে সরব স্থানীয়দের একাংশ। ঘটনাস্থল খতিয়ে দেখল বন দফতর। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। জানিয়েছে দুর্গাপুর স্টিল প্লান্ট কর্তৃপক্ষ।
WB News Live Updates: কালনার সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
কালনার সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অপমানে আত্মহত্যার অভিযোগ, উদ্ধার সুইসাইড নোট। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, তদন্তে পুলিশ।
West Bengal News Live: ক্যানিং যুব তৃণমূল নেতা খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ
ক্যানিং যুব তৃণমূল নেতা খুনে আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। যে অটোতে এসে হামলা চলে, তা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন সরাসরি খুনের ঘটনায় যুক্ত। তবে ঘটনার পর ৩ দিন পেরিয়ে গেলও অধরা মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি।