West Bengal News Live: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, এক দিনে আক্রান্ত ৮০৩, মৃত ১২
Get the latest West Bengal News and Live Updates:পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন। আপস নয়, সংবিধান মানুন। বৈঠকের পরেই কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত। বিজেপির মতো কথা, কটাক্ষ তৃণমূলের।
LIVE
Background
আলাদা করে নয়, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল। কমিশনের সঙ্গে বৈঠক। আজ হাইকোর্টে মামলার শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা।
কলকাতা:সরকারের অঙ্গ নয় কমিশন (State Election Commission)। বৈঠকের পরেই কড়া চিঠি রাজ্যপালের (Governor)। একসঙ্গে ভোট চেয়েও আলাদা ভোটের (Civic Polls) যৌক্তিকতায় প্রশ্ন। এক্তিয়ার মনে করিয়ে পাল্টা তৃণমূল (TMC)।
পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন। আপস নয়, সংবিধান মানুন। বৈঠকের পরেই কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত। বিজেপির মতো কথা, কটাক্ষ তৃণমূলের।
দিল্লিতে মমতা। কংগ্রেস ছেড়ে জোড়াফুলে কীর্তি আজাদ, অশোক তানওয়ার। তৃণমূলে যোগ দিলেন জেডিইউয়ের প্রাক্তন সাংসদও।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তৎপর মমতা। দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি।
গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র দুবরাজপুর। দফায় দফায় গুলি, বোমা। আহত ৮।
এসটির তালিকায় এসসি প্রার্থী! গ্রুপ ডির পরে এবার আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা। তদন্ত শুরু হয়েছে, জানাল রাজ্য।
স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশে কমিটি গঠনের প্রস্তুতি সিবিআইয়ের। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। আজ শুনানির সম্ভাবনা।
ক্যানিংয়ের পর হাওড়া, জলপাইগুড়ি। নাজিরগঞ্জে তৃণমূল নেতা খুন, গ্রেফতার ৪। রাজগঞ্জে জখম নেতার মৃত্যু, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ।
ত্রিপুরার সন্ত্রাসের প্রতিবাদে মিছিল থেকে হামলার অভিযোগ। বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম।
রাজ্যে একদিনে ১০জনের মৃত্যুর ৪জনই কলকাতার। নিয়ন্ত্রণে থাকার দাবি করে বেশিরভাগ কোভিড হাসপাতাল, সেফ হোম বন্ধ করছে স্বাস্থ্য দফতরের।
West Bengal News Live: মুর্শিদাবাদের অন্যতম পর্যটনকেন্দ্র মতিঝিলের দায়িত্ব গেল পর্যটন দফতরের হাতে
মুর্শিদাবাদের অন্যতম পর্যটনকেন্দ্র মতিঝিলের দায়িত্ব গেল পর্যটন দফতরের হাতে। সার্কিট ট্যুরিজম-সহ নবাবের জেলাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তেলা হবে, জানালেন পর্যটন দফতরের প্রধান সচিব।
West Bengal News Live: বীরভূমের দুবরাজপুরে ১০০ দিনের কাজ বণ্টন নিয়ে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট
বীরভূমের দুবরাজপুরে ১০০ দিনের কাজ বণ্টন নিয়ে, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেফতার আট। গ্রাম থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি
West Bengal News Live: সল্টলেকের জি ডি ব্লকের সেন্ট জন্স স্কুলের মেন গেটের ঠিক বিপরীতে খোলা ফিডার বক্স
সল্টলেকের জি ডি ব্লকের সেন্ট জন্স স্কুলের মেন গেটের ঠিক বিপরীতে খোলা ফিডার বক্স। প্রতিদিন এপথেই স্কুলে ঢোকে কয়েকশ পড়ুয়া। দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যুর স্মৃতি উস্কে অভিভাবকদের আশঙ্কা, যে কোনওদিন ঘটতে পারে দুর্ঘটনা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিধাননগর পুরসভা।
West Bengal News Live: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির চণ্ডীতলা
চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির চণ্ডীতলা। নার্সিংহোম ভাঙচুর। গতকাল পেটে ব্যথা নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন হাওড়ার জগদীশপুরের এক মহিলা। আজ তাঁর মৃত্যুর পরেই পরিজনেরা নার্সিংহোমে ভাঙচুর চালান। চিকিৎসার সুযোগ না থাকায় রেফার করা হয়েছিল, কিন্তু রোগীর পরিবার নিয়ে যেতে দেরী করেছে, গাফিলতির অভিযোগ উড়িয়ে দাবি নার্সিংহোমের।
West Bengal News Live: হাওড়ায় ফের শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা
হাওড়ায় ফের শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা। দাশনগরে প্রকাশ্যে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি। বাইকে চেপে দুষ্কৃতী হামলা, অল্পের জন্য রক্ষা। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের