WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬৫৭
Get the latest West Bengal News and Live Updates: এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের
LIVE
Background
কলকাতা: আজ বিকেলে দিল্লি যাচ্ছেন মমতা। পেগাসাসকাণ্ডে জারি থাকবে আন্দোলন। সংসদে জবাব দিন মোদি-অমিত শাহ। দাবি তৃণমূলের। নিম্নমানের রাজনীতি বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। কটাক্ষ দিলীপের।
পেগাসাসকাণ্ডে তৃণমূলের পাশে কংগ্রেস। ভোটের আগে অভিষেককে নিশানা। নিরাপত্তাহীনতায় ভুগছে বিজেপি। অভিষেকের ছবি দিয়ে ট্যুইট কংগ্রেসের। স্বাগত তৃণমূলের। একজোট হোক বিরোধী শক্তি। দাবি প্রদীপের।
দলবিরোধী মন্তব্যের পর ডিগবাজি সৌমিত্র খাঁর। ক্ষমা চেয়ে পোস্ট বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। আবেগের বশে বলে ফেলেছিল, প্রতিক্রিয়া দিলীপের। বিজেপির অভ্যন্তরীণ সার্কাস। কটাক্ষ কুণালের।
১৬ অগাস্ট তৃণমূলের খেলা দিবসের আগে ৯ থেকে ১৬ অগাস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস কর্মসূচি বিজেপির। ২০ অগাস্ট কলকাতা চলো। ভোটে হার সামলাতে পারেনি, আবার অগাস্ট বিপ্লব। কটাক্ষ তৃণমূলের।
উচ্চ মাধ্যমিকে অনুর্ত্তীর্ণদের জেলায় জেলায় বিক্ষোভ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু। স্কুল মারফত অভিযোগ জানাতে হবে পরীক্ষার্থীদের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মহুয়া দাসের।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরনোর পর আরামবাগ গার্লস স্কুলে বিক্ষোভ পরীক্ষার্থীদের। বিক্ষোভের একদিনের মধ্যে নম্বর বাড়ল ১৩৭ জনের। সংশোধিত রেজাল্ট হাতে পেলেন পরীক্ষার্থীরা।
রাজ্যে করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। একদিনে আক্রান্ত ৮০৬ জন, মৃত ৯ জন। দৈনিক সংক্রমণে শীর্ষে দার্জিলিং। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।
বাড়ল সংক্রমণ-মৃত্যু
বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ৩ দিন ধরে লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন। টিকা পেতে পালা করে লাইন গ্রাহকদের। সুপারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। জানাল রোগী কল্যাণ সমিতি।
সরকারি রেজিস্টারে কারচুপি করে টিকা চুরি। ডায়মন্ডহারবার বলে সোনারপুরে বেআইনি ক্যাম্পে ৩০ জনকে ভ্যাকসিন ধৃত স্বাস্থ্যকর্মীর। কীভাবে টিকা চুরি ? স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ পুলিশের। প্রশাসনের নজর এড়িয়ে মে মাস থেকেই চলছিল টিকাকরণ। ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হত ভ্যাকসিন। অনেকেই পেয়েছেন ডবল ডোজ। সোনারপুর বেআইনি ভ্যাকসিন ক্যাম্প তদন্তে চাঞ্চল্যকর তথ্য।
ফের করোনা বিধি ভেঙে পার্ক স্ট্রিটে মত্ত অবস্থায় ঘোরাঘুরি দুই যুবকের। রাতের কলকাতায় নাকা চেকিং পুলিশের। অনুমতিহীন ফ্ল্যাশার লাগানো গাড়ি ধরপাকড়। শিলিগুড়িতে রেস্তোরাঁয় পার্টি, গ্রেফতার ১০।
বলিউডের পর্ন-কাণ্ডের ছায়া এবার কলকাতায়। গৃহবধূকে মডেল-অভিনেত্রীর টোপ দিয়ে ছবি তুলে পর্ন সাইটে ভাইরাল করার অভিযোগ। দমদম থেকে ধৃত ২ জনের পুলিশ হেফাজত।
বিরাটিতে তৃণমূল কর্মী খুনের আগে মূল অভিযুক্তকে বেধড়ক মারধর। খুনের সময় হাসপাতালে ছিল বাবুলাল। এখনও তৃণমূলেই আছে। বিস্ফোরক দাবি স্ত্রীর। দুহাজার উনিশ থেকেই বিজেপিতে, পাল্টা তৃণমূল।
West Bengal News Live: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৬৫৭
রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৬৫৭ জন। এই সময়পর্বের রাজ্যে মৃত্যু হয়েছে ১২ জনের।
WB News Live Updates: উচ্চমাধ্যমিকে অকৃতকার্যদের প্রায় ৯০ শতাংশ উত্তীর্ণ
উচ্চমাধ্যমিকে আবেদন করে উত্তীর্ণ অকৃতকার্যরা। ‘আবেদনের ভিত্তিতে অকৃতকার্যদের প্রায় ৯০ শতাংশকে উত্তীর্ণ। বাকিদের জন্য থাকছে স্কুল মারফত আবেদনের সুযোগ থাকছে। স্কুলগুলি ভুলভ্রান্তি কাটিয়ে আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত। ২৯ জুলাই থেকে স্কুলগুলিকে পরিমার্জিত মার্কশিট। ৩০ জুলাই থেকে অকৃতকার্যদের নতুন মার্কশিট। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
West Bengal News Live: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
তৃতীয় বার ক্ষমতায় আসার পরে ৪দিনের সফরে প্রথমবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। কাল দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। বিকেল চারটেয় হবে এই বৈঠক। কাল সংসদেও যেতে পারেন মমতা। পরে সনিয়া গাঁধী-সহ বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা।
WB News Live Updates: হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন হয়রানি
হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন হয়রানি। আজ টিকার দিন, গতকাল দুপুর থেকেই টিকার জন্য লাইন। সন্ধে থেকে ভ্যাকসিনের লাইনে চরম বিশৃঙ্খলা। রাতভর লাইনে নজরদারি পুলিশের।
West Bengal News Live: আসানসোলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ
আসানসোলে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ। অনলাইনে বুকিং করার পরেও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ।
বুকিং সত্ত্বেও বহিরাগতদের ভ্যাকসিন দেওয়ার অভিযোগ। ভ্যাকসিন না পাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ। অনলাইনে রেজিস্ট্রেশন, কিন্তু স্লট বুকিং না করেননি। ৭৫জনকে ভ্যাকসিন দেওয়ার কথা, হাজির ৫০০জন। ভ্যাকসিন না পাওয়ার অভিযোগে দাবি স্বাস্থ্য কেন্দ্রের।