West Bengal News Live: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৭১৫, মৃত্যু ১২ জনের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব খবরের আপডেট দেখতে থাকুন, এক নজরে
LIVE
Background
কলকাতা: অন্যান্য সরকারি কর্মীদের (Govt employee) মতো সমহারে বেতনের দাবিতে এবং বদলির নির্দেশের প্রতিবাদে শনিবার (Saturday) ফের রাস্তায় নামেন বিভিন্ন সরকারি হাসপাতালের নার্সরা (Nurses)।
রিজেন্ট পার্ক (Regent Park) থানা এলাকায় নার্সের অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকের বিরুদ্ধে থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেছে পরিবার। ফোনে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত।
এবার বেসরকারি ট্যুর অপারেটরদের কোচ বা ট্রেন ভাড়া দেবে রেল। কত হবে যাত্রীদের ভাড়া? তা ঠিক করবে বেসরকারি সংস্থাই। রেলের দাবি, সঠিক সময়ে চলবে এই বিশেষ ট্রেন। লক্ষ্য আয় বাড়ানো। আর সেদিকে তাকিয়েই এবার আস্ত ট্রেন বা কোচ ভাড়া দিতে চলেছে রেল। দীর্ঘদিন ব্যবহার করা হয় না, অথচ অচলও নয়, এমন রেকই ভাড়া দেওয়া হবে বেসরকারি ট্যুর অপারেটরদের। বিভিন্ন পর্যটনস্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এর গণ্ডী। ভারত গৌরব নামে এই বিশেষ ট্রেনের চাকা গড়াবে আগামী বছরের মার্চে।
এক জ্যোতিষীকে মারধর করে, ছুরি দেখিয়ে হার, আংটি, নগদ ছিনিয়ে নেওয়ার অভিযোগ। চিত্পুর থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফের ডুয়ার্সের চা-বাগানে ভালুকের হানা। শনিবার ভগতপুর চা-বাগানে ভালুকের দেখা মিলতেই আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত ভালুকটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বেহুঁশ করে জালবন্দি করা হয়। বন দফতর সূত্রে খবর, তাকে নেওড়াভ্যালি ন্যাশনাল পার্কে ছাড়া হবে।
তৃণমূলের কলকাতা পুরসভার প্রার্থী তালিকায় একাধিক নেতা-মন্ত্রীর পুত্র-কন্যারা জায়গা পেয়েছেন। তার মধ্যেই, ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে। পরিবারতন্ত্র নিয়ে তুঙ্গে উঠেছে, তৃণমূল-বিজেপির তরজা।
সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ কোর্স চালু হল সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে। বাংলা থেকে আরও বেশি সংখ্যায় আইএএস, আইপিএস তুলে আনাই লক্ষ্য এই প্রতিষ্ঠানের। পড়াশোনার খরচও অনেক কম।
WB News Live Updates: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭১৫ জন
রাজ্যে (West Bengal) নভেম্বরের (November) শেষেও ৭০০-র কোটাতেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona)। রবিবার প্রকাশিত বুলেটিন (Health Bulletin) অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত (Covid-19) হয়েছেন ৭১৫ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১৪,৮৬৭। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন। যা গতকাবের তুলনায় ১৬ জন কম।
West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অববাহিকা অঞ্চল কি তার নিজস্বতা হারাচ্ছে?
পূর্ব মেদিনীপুরের পটাশপুরের অববাহিকা অঞ্চল কি তার নিজস্বতা হারাচ্ছে? নভেম্বর শেষ হতে চললেও, এলাকায় দেখা নেই পরিযায়ী পাখিদের। সারা বছর গাছের ডালে বাদুড়ের যে গিজগিজে ভিড় দেখা যায়, সেই ছবিও উধাও। স্থানীয়রা বলছেন, এবারের বন্যা পরিস্থিতি প্রভাব ফেলেছে এলাকার জীব বৈচিত্রে।
WB News Live Updates: চাকরি না মেলায় দুর্গাপুরে জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে মন দিয়েছেন দুই ইঞ্জিনিয়ার ভাই!
ইঞ্জিনিয়ারিং (Engineering) পাস করেও চাকরি মেলেনি বলে দাবি! দুর্গাপুরে জাতীয় সড়কের (Durgapur National Highway) ধারে চায়ের দোকান খুলেছেন দুই ইঞ্জিনিয়ার ভাই! তা নিয়ে সরগম শিল্পশহরের রাজনীতি।
West Bengal News Live Updates: বাঘের হানায় জখম মৎস্যজীবী
ফের বাঘের হানায় জখম হলেন মৎস্যজীবী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হলদিবাড়ি জঙ্গল লাগোয়া খোলাপাতা জঙ্গল এলাকায়। জখম মৎস্যজীবীর নাম গৌরহরি মাইতি। গোসাবার সোনাগাঁয়ের বাসিন্দা তিনি। গত রবিবার চার সঙ্গীর সাথে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। এদিন যখন নৌকায় বসে মাছ ধরছিলেন, ঠিক তখন একটি বাঘ পিছন থেকে সাঁতরে এসে নৌকায় বসে থাকা গৌরহরির মুখে থাবা বসায়।
WB News Live Updates: মা ও দুই শিশু কন্যা সন্তানের আগুন পুড়ে মর্মান্তিক মৃত্যু কান্দির গাঁতলায়
মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গাঁতলা গ্রামে সকাল আটটার সময়ে বাড়িতে মহিলা এবং তার দুই শিশু কন্যা ঘরের মধ্যে শুয়েছিল। সে সময় আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁদের।