West Bengal News Live: একটানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ
Get the latest West Bengal News and Live Updates:
LIVE
Background
কলকাতা: বিজেপির উপর চাপ বাড়াতে আজ ত্রিপুরা যাচ্ছেন ডেরেক, কাকলি। কাল যেতে পারেন অভিষেক। ধর্মনগরে পুলিশের বাধার মুখে ধস্তাধস্তি। আগেও ভোটে চেষ্টা করেছিল, লাভ হয়নি, খোঁচা বিজেপির।
রাজ্যসভার সাংসদ পদে তৃণমূল প্রার্থী প্রাক্তন আইএএস জহর সরকার। বিধানসভায় গিয়ে মনোনয়ন। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ৯ অগাস্ট ভোট।
তৃণমূলের মুখপত্রে সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে অজন্তার উত্তর সম্পাদকীয়! দেখা হয়নি, কিছু বলার নেই, অস্বস্তির মুখে দাবি সুজনের। লেখায় নজর দিন, লেখকে নয়, বললেন পার্থ।
হরিশচন্দ্রপুরের অপহৃত ৯ জন তৃণমূল সদস্য উদ্ধার। বিহারের কাটিহারে নিয়ে যাওয়ার পথে পুলিশি অভিযান। গ্রেফতার তিন। অনাস্থা নিয়ে বয়ান রেকর্ডের জন্য যাওয়ার পথে অপহরণ।
উদ্ধার ৯ ‘অপহৃত’
কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের আবেদন খারিজ। সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে চাইল না হাইকোর্ট। লালার সঙ্গে যোগের অভিযোগে আসানসোলে ইসিএলের জেনারেল ম্যানেজারের বাড়ি-অফিসে তল্লাশি।
পুলিস সাজতে মাসে ৪৫ হাজার টাকা গাড়ি ভাড়া! বাড়িতে প্রচুর অস্ত্র, গুলির হদিশ। ভুয়ো আইপিএস রাজর্ষির বেলঘরিয়ার বাড়িতে পুলিশি অভিযান। মিলল IPS লোগো লাগানো ব্লেজার, খাকি উর্দি।
মেমারির পর এবার দুর্গাপুর। কেন্দ্রীয় সরকারি অফিসার পরিচয়ে চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। নেতাদের সঙ্গে ছবি দেখিয়ে প্রচার। প্রতারক হলে আইনি পদক্ষেপ, মন্তব্য মলয়ের।
ফের কলকাতায় ভুয়ো পুলিশ অফিসারের হদিশ। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৪৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যশোর রোড থেকে বিধাননগরের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার গ্রেফতার।
পুলিশ পরিচয়ে ‘প্রতারণা’
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। বিধি উড়িয়ে রাত ৯টার পরেও রাস্তায় ভিড়। নিয়ন্ত্রণে কড়া পুলিশ-প্রশাসন। শুধু কলকাতাতেই হাজারের কাছে মামলা রুজু। ঢিলে দিলে হবে না, বার্তা কেন্দ্রের।
WB News Live Updates: একটানা বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ
রাতভর ভারী বৃষ্টিতে জলের তলায় কলকাতার একাংশ। আলিপুর আদালতে ২ আইনজীবী-সহ ৩জন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট।জোড়াবাগানে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু
West Bengal News Live:কাঁকসার গোপালপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা
কাঁকসার গোপালপুর উপ স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, ভ্যাকসিন গ্রহীতাদের তালিকা নিয়ে স্বজনপোষণ করছে পঞ্চায়েত সমিতি। তাতে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এনিয়ে প্রতিবাদ জানানোয় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে উপ স্বাস্থ্য কেন্দ্রে যায় কাঁকসা থানার পুলিশ। স্বাস্থ্য কেন্দ্রের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
WB News Live Updates: ভ্যাকসিনে ‘ভরসা’ জামতাড়া!
দীর্ঘ অপেক্ষাতেও অমিল ভ্যাকসিন। তাই পশ্চিম বর্ধমানের আসানসোল-কুলটির বহু বাসিন্দা ঝাড়খণ্ডের জামতাড়ায় গিয়ে ভ্যাকসিন নিয়ে এসেছেন। তাঁদের দাবি, ভিনরাজ্যে ভ্যাকসিন নিয়ে গিয়ে কোনও সমস্যাতেই পড়তে হয়নি! যথারীতি এই ইস্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি।
West Bengal News Live:কোভিড বিধি অগ্রাহ্য করে ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার,গ্রেফতার ১০
কোভিড বিধি অগ্রাহ্য করে মাঝরাত পর্যন্ত ভবানীপুরে চলছিল দু’-দুটি হুক্কা বার। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে বার, গ্রেফতার ১০। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে রুজু হয়েছে মামলা। ২টি বারের মালিকই পলাতক।
WB News Live Updates: বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হল সুন্দরবনে
বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হল সুন্দরবনে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সজনেখালিতে এই বিশ্ব ব্যাঘ্র দিবস পালিত হয়। প্রতিবছর সুন্দরবনের পর্যটন থেকে যা রোজগার হয় তার ৪০ শতাংশ টাকা যৌথ বন পরিচালন কমিটির হাতে তুলে দেওয়া হয় বন দফতরের তরফ থেকে। এবারও তার অন্যথা হয়নি।