Bijaya Dashami 2021 Live Updates: প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন
Get the latest West Bengal News and Live Updates:
LIVE
Background
কলকাতা: নবমী নিশি পোহাল৷ এবার উমার কৈলাসে ফেরার পালা৷ মন্ডপে মন্ডপে শুরু দেবী-বরণের প্রস্তুতি৷ ঢাকের তালে বিসর্জনের বোল, আবার এসো মা৷
নবমীতে সুরুচি সঙ্ঘের পুজোয় ঢাক বাজালেন অরূপ বিশ্বাস, নাচলেন ঋতুপর্ণা। কসবার আবাসনে পুজোয় ধুনুচি নাচ মিমির।
অত্যাধিক ভিড় ও আলো বিতর্কের জের। দর্শক প্রবেশ নিষিদ্ধ শ্রীভূমি স্পোর্টিং-এর পুজোয়। সব গেটে পুলিশের ব্যারিকেড। পরিচয়পত্র দেখিয়ে যাতায়াত স্থানীয়দের।
শ্রীভূমি-বিতর্কের জের। ভিড় এড়াতে নবমী-দশমীর রাতে শিয়ালদা শাখায় ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিল। বিধাননগরে দাঁড়াবে না কোনও ডাউন ট্রেন।
নিম্নচাপের জেরে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূমে বৃষ্টি। দশমীতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ১৭ ও ১৮ অক্টোবর দুই ২৪ পরগনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। হুগলিতে বজ্রাঘাতে মৃত ১।
পুজোর মধ্যেই করোনায় দেশে বাড়ল সংক্রমণ। রাজ্যে কমল সংক্রমণ, মৃত্যু। স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করুক আদালত। পুজোর ভিড় নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি চিকিৎসক সংগঠনের।
স্কুলে গিয়েই হতে পারে সিবিএসই-র দশম-দ্বাদশ। নভেম্বরে প্রথম সিমেস্টার, পরের টার্ম মার্চ-এপ্রিলে। সোমবার নির্ঘণ্ট ঘোষণা।
West Bengal News Live : প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন
মণ্ডপে মণ্ডপে দেবী-বরণ, সিঁদুর খেলার পর প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন।
West Bengal News Live : এবার ক্যামডেনের পুজোয় ফিরেছে চেনা জৌলুস
প্রবাসের পুজোয় বাংলার স্বাদ। গতবছর করোনা আবহে আড়ম্বরহীন পুজো হলেও, এবার ক্যামডেনের পুজোয় ফিরেছে চেনা জৌলুস। করোনা বিধি মেনেই আয়োজন করা হয়েছে পুজো ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের।
West Bengal News Live : পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন কলকাতাতেও
পরিবেশ বাঁচিয়ে প্রতিমা বিসর্জন। মুম্বই, দিল্লির ধাঁচে সেই সচেতনতা এবার কলকাতাতেও। নদী বা জলাশয়ে বিসর্জনের পরিবর্তে হোসপাইপে জল দিয়ে গলিয়ে দেওয়া হল মূর্তি। দুটি বারোয়ারি পুজো কমিটির পাশাপাশি সেই উদ্যোগে সামিল এবার কলকাতা পুরসভাও।
West Bengal News Live : বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা
হাসিমুখে উমাকে বিদায়৷ বাপের বাড়ি ছেড়ে কৈলাসে যাত্রা দুর্গার৷ বরণ, সিঁদুর খেলায় মাকে বিদায় জানালেন আরবানা আবাসনের আবাসিকরা
West Bengal News Live : দর্পণে উমা বিসর্জন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়িতে
আসছে বছর আবার হবে...। সেই আশা নিয়েই দর্পণে উমা বিসর্জন মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়িতে। বিদায়বেলায় সিঁদুর খেলায় মাতলেন বাড়ির মহিলারা। করোনা আবহে, দশমীর পুজো থেকে সিঁদুর খেলা ছিল আড়ম্বরহীন।