এক্সপ্লোর
শাসক দলে অস্বস্তি! মমতার ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে তোপ তৃণমূলেরই বিধায়কের
রবিবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কাঁটাবাগানে এক দলীয় সভায় যোগ দেন তৃণমূল বিধায়ক নিয়ামত। সেখানেই তিনি সরাসরি আক্রমণ করেন টিম পিকে-কে।

হরিহরপাড়া: শুভেন্দু অধিকারী, রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়ে চলা অস্বস্তির মধ্যেই ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল।
তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এবার তোপ দাগলেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। পাশাপাশি শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বার্তাও দিয়েছেন তিনি। যা নিয়ে ফের অস্বস্তিতে শাসক দল।
রবিবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার কাঁটাবাগানে এক দলীয় সভায় যোগ দেন তৃণমূল বিধায়ক নিয়ামত। সেখানেই তিনি সরাসরি আক্রমণ করেন টিম পিকে-কে। প্রসঙ্গত, লোকসভা ভোটে বাংলায় বিজেপির অপ্রত্যাশিত সাফল্যের পর প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে নিয়ে দলের অস্বস্তি কাটাতেও আসরে নেমেছেন পিকে। এরই মাঝে দলীয় বিধায়কের বাউন্সার তাঁকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পাশাপাশি, রবিবার শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতৃত্বের একাংশ আক্রমণ করছে বলেও ক্ষোভ প্রকাশ করেন হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। তাঁর সমালোচনা থেকে রেহাই পাননি মুর্শিদাবাদে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের থেকে জেলা কো অর্ডিনেটর সৌমিক হোসেনও। পাল্টা জবাব দিয়ে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের বলেন, ‘পিকে পিকের-র কাজ করবেন। দলের নেতারা তাঁদের কাজ করবেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
