CM Mamata Visits Ghatal: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঘাটালে মুখ্যমন্ত্রী, করতে পারেন প্রশাসনিক বৈঠকও
২ নম্বর ওয়ার্ডে প্লাবিত এলাকা ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়...
আশাবুল হোসেন, ঘাটাল: আজ পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে করতে পারেন প্রশাসনিক বৈঠক।
সোমবার ঝাড়গ্রাম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রাতে ঝাড়গ্রাম রাজবাড়ির ট্যুরিস্ট কমপ্লেক্সে ছিলেন তিনি। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার সকালে এখান থেকেই হেলিকপ্টারে পাড়ি দেবেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে।
আকাশপথে ঘুরে দেখবেন বন্যা পরিস্থিতি। জানা গিয়েছে, হেলিকপ্টার নামবে ঘাটালের বঙ্গবাসী কলেজের মাঠে। সেখান থেকে ২ নম্বর ওয়ার্ডে প্লাবিত এলাকা ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, করতে পারেন প্রশাসনিক বৈঠকও।
এর আগে, গতকাল ঝাড়গ্রাম যাওয়ার পথে, তিনি হেলিকপ্টার থেকে হাওড়ার উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন করেন হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের বন্যা কবলিত এলাকা।
গত সপ্তাহে হাওড়ার আমতায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অতিরিক্ত জল জমায় আমতার পর আর এগোতে পারেনি মুখ্যমন্ত্রীর গাড়ি। তাই আজ ঝাড়গ্রাম যাওয়ার পথেই আকাশপথে উদয়নারায়ণপুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।
সূত্রের খবর, তিনি ফের একবার ডিভিসের জল ছাড়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে তিনি ইতিমধ্যেই আর্জি জানিয়েছেন যাতে পরবর্তীতে এলাকা ভিত্তিক ভাবে ভাবনাচিন্তা করে তারপর জল ছাড়া হয়। নইলে মানুষের দুর্গতির সীমা থাকে না।
গত বুধবার আমতা যাওয়ার পথে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ‘ম্যান মেড বন্যা’র অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন,প্রত্যেক বছর একমরম করে বন্যা করাচ্ছে। এটা বর্ষা বেশি হচ্ছে বলে নয়, এটা ম্যান মেড বন্যা। আগেও, সাত-আটটা চিঠি দিয়েছি। কোনও সুরাহা হয়নি। এরপরই ডিভিসি নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতেও, সেই ম্যান মেড বন্যার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন।
ডিভিসির পাঞ্চেত, মাইথন এবং তেনুঘাট জলাধার থেকে প্রায় ২ লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে।