এক্সপ্লোর
দরজা ভেঙে বাড়িতে ঢুকে তিন সন্তানের সামনেই বিধবা মহিলাকে ‘গণধর্ষণ’

জলপাইগুড়ি: দরজা ভেঙে বাড়িতে ঢুকে অস্ত্র দেখিয়ে তিন সন্তানের সামনেই মাকে গণধর্ষণের অভিযোগ!পরে ওই বিধবা মহিলার বড় মেয়েকে শারীরিক নিগ্রহের চেষ্টাও করে দুষ্কৃতীরা।ঘটনাস্থল জলপাইগুড়ির বানারহাট। নির্যাতিতার অভিযোগ, শনিবার রাতে জলপাইগুড়ির চানাডিবা গ্রামের বাড়িতে তিন সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি।মাঝরাতে দরজা ভেঙে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে হাত- পা বেঁধে তাঁকে গণধর্ষণ করে তিন জন। বড় মেয়েকেও শারিরীক নিগ্রহের চেষ্টা করে তারা। যাওয়ার সময় খুনের হুমকি দিয়ে যায়। ঘটনার পরে প্রাণ ভয়ে কাউকে কিছু বলতে পারেননি নির্যাতিতা। রবিবার জলপাইগুড়ির ফালাকাটা জলেশ্বরে গিয়ে বাপের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেন তিনি। পুলিশ সূত্রে খবর, মকসেদুল আলি, নুর আলি, সফিউল আলি নামে তিনজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। মকসেদুল ও নূর চানাডিবা গ্রামেই থাকে, অন্য অভিযুক্ত সফিউলের বাড়ি মহিলার বাপের বাড়ি এলাকায়। তিন জনের বিরুদ্ধেই গণধর্ষণের ধারায় মামলা শুরু করেছে পুলিশ। তিনজনেই এলাকা ছাড়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















