এক্সপ্লোর
মনুয়া কাণ্ডের ছাড়া দত্তপুকুরে, ছক কষে স্বামীর ওপর হামলা, আটক স্ত্রী ও প্রেমিক

উত্তর ২৪ পরগনা: বারাসতের মনুয়াকাণ্ডের ছায়া এবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীর ওপর হামলা চালানোর অভিযোগ। আটক স্ত্রী ও তাঁর প্রেমিক। স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে দত্তপুকুরের বহেড়ার বাসিন্দা সরিফুল ইসলামের স্ত্রী রহিমা বিবির সঙ্গে সালাউদ্দিন শেখের বিবাহ-বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। অভিযোগ, প্রেমিকের সঙ্গে ছক কষে, গতকাল রাতে সালাউদ্দিনের জন্য পাত্রী দেখতে স্বামীকে পাঠান রহিমা। বাড়ি থেকে কিছুটা দূর যাওয়ার পর,ছোট জাগুলিয়া হাসপাতালের কাছে সালাউদ্দিন সরিফুলকে ছুরি দিয়ে কুপিয়ে পালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় সরিফুলকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়। রাতে স্ত্রী রহিমা বিবি ও তাঁর প্রেমিক সালাউদ্দিন শেখকে আটক করে দত্তপুকুর থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















