মানসিক ভারসাম্যহীন স্বামী-সন্তান, অবসাদে ছেলেকে বিষ খাইয়ে ‘আত্মঘাতী’ গৃহবধূ

মুর্শিদাবাদ: স্বামী-ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন। তিল তিল করে যেকটা টাকা জমিয়েছিলেন তার সবটাই চলে গেছে দুজনের চিকিৎসায়। জীবনযুদ্ধে আর পেরে না উঠে ১২ বছরের মানসিক ভারসাম্যহীন ছেলেকে বিষ খাইয়ে আত্মঘাতী মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রামে গোপীনাথপুরের। মৃতের নাম সুচিত্রা মণ্ডল। বয়স ৩০। পরিবারের দাবি, স্বামী-সন্তান দুজনেই দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সেই অবসাদ গ্রাস করে সুচিত্রা মণ্ডলকেও। এর মাঝেই বুধবার সকালে বাড়িতেই ১২ বছরের ছেলেটাকে বিষ খাওয়ানোর পর নিজেও কীটনাশক খান ওই গৃহবধূ। প্রতিবেশীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ১২ বছরের কিশোর।






















