চোলাই মদ বিক্রি রুখতে লাঠি-ঝাঁটা হাতে রাস্তায় পাহারা দিচ্ছেন মহিলারা!
উত্তর দিনাজপুর: চোলাই রুখতে লাঠি-ঝাঁটা হাতে মহিলারা। এ ছবি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলসিতলার। স্থানীয় মহিলাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই বহিরাগতরা এসে চোলাই মদ বিক্রি করে। অনেকের রোজগারের টাকা চলে যায় নেশা করতে। ঘরে ঘরে এ নিয়ে অশান্তি। স্থানীয় বাসিন্দা পল্লবী মাহাতো বলেন, আমার স্বামী মদ খেয়ে মারা গেল। টাকা পয়সা সব খরচ করে দিত। অশান্তি হত। অভিযোগ, পুলিশকে বার বার জানিয়েও লাভ হয়নি। এবার তাই মহিলারাই নেমে পড়েছেন লাঠি-ঝাঁটা হাঁতে। এই তুলসিতলা এলাকাতেই রয়েছে মেয়েদের স্কুল - পার্বতী দেবী বালিকা বিদ্যালয়। অভিযোগ, চোলাই খেয়ে অনেকেই স্কুলছাত্রীদের কটূক্তি করে। এ সব বন্ধ করতে এবার পাহারদারের ভূমিকায় এলাকার মহিলারা। চোলাই মদ যাতে বিক্রি না হয়, তার জন্য সকাল থেকে লাঠি-ঝাঁটা হাতে পাহারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেআইনি চোলাই মদ বিক্রি বন্ধ করার দায়িত্ব পুলিশের। কিন্তু, তাদের বার বার বলেও লাভ হয়নি। তাই এলাকার মহিলাদেরই পথে নামতে হচ্ছে। এ নিয়ে রায়গঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, তারা মুখ খুলতে চায়নি।