এক্সপ্লোর
মাত্র আড়াইশো টাকার জন্যে হাওড়ায় কিশোর খুনে গ্রেফতার নাবালক

হাওড়া: হাওড়ার দাশপাড়ায় কিশোর খুনে গ্রেফতার নাবালক বন্ধু। টাকা নিয়ে বচসার জেরে খুন বলে দাবি লিলুয়া থানার পুলিশের। সূত্রের খবর, টানা জেরায় ধৃত কিশোর জানিয়েছে, ক্রিকেট ম্যাচ নিয়ে বন্ধুদের মধ্যে ২৫০ টাকা বাজি ধরা হয়েছিল। বাজিতে জেতার পর ধৃতের কাছে টাকা চাইছিল ওই কিশোর। এ নিয়ে দু’জনের মধ্যে বেশ কয়েকবার বচসা হয়। এর পরই শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। খুনের পর ইট চাপা দিয়ে অভিযুক্ত কিশোর মুখ বিকৃত করার চেষ্টা করেছিল বলেও দাবি তদন্তকারীদের। এই ঘটনায় আরও এক বন্ধু জড়িত রয়েছে বলে দাবি পুলিশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















