এক্সপ্লোর
চাকরি ছেড়ে বেঙ্গালুরুতে স্বামীর কাছে যেতে বাধা, বাপের বাড়িতে আত্মহত্যা তরুণীর, ডায়েরিতে অত্যাচারের বিবরণ
![চাকরি ছেড়ে বেঙ্গালুরুতে স্বামীর কাছে যেতে বাধা, বাপের বাড়িতে আত্মহত্যা তরুণীর, ডায়েরিতে অত্যাচারের বিবরণ Young woman commits suicide as in law’s house stopped her from leaving job চাকরি ছেড়ে বেঙ্গালুরুতে স্বামীর কাছে যেতে বাধা, বাপের বাড়িতে আত্মহত্যা তরুণীর, ডায়েরিতে অত্যাচারের বিবরণ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/31124153/hog-uttarpara-housewife-suc.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তরপাড়া: ভিনরাজ্যে কর্মরত বধূকে চাকরি না ছাড়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ। শ্বশুরবাড়ির অত্যাচারে অপমানে ওই তরুণী আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। মৃতার নাম পারমিতা বক্সি। রবিবার হুগলির উত্তরপাড়ায় বাপের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
চলতি বছরের জুন মাসে বালির বাসিন্দা কৌস্তভের সঙ্গে পারমিতার বিয়ে হয়েছিল। কর্মসূত্রে কৌস্তভ বেঙ্গালুরুতে থাকেন। বিয়ের পর পুণেতে চাকরি পান পারমিতা। সূত্রের খবর, ৩ মাসের মধ্যে বদলি নিয়ে পুণেতে আসবেন বলে জানিয়েছিলেন কৌস্তভ। কিন্তু তা না হওয়ায় চাকরি ছেড়ে উত্তরপাড়ার বাড়িতে চলে আসেন পারমিতা। চাকরি ছেড়ে দেওয়ায় স্বামী-সহ শ্বশুরবাড়ির আত্মীয়রা অত্যাচার করেন বলে অভিযোগ। মৃতার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। সেখানে অত্যাচারের বিবরণ রয়েছে বলে দাবি আত্মীয়দের। স্বামী-সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা রুজু করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)