প্রতিবন্ধী তরুণীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রতিবেশী
দক্ষিণ ২৪ পরগনা: ১৯ বছরের মেয়েটা ঠিক করে কথা বলতে পারে না। হাত নেড়ে আকারে ইঙ্গিতে বোঝায় মনের কথা। প্রতিবেশীদের ভরসাতেই তাঁকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা। কিন্তু, অসহায় সেই তরুণীকে এক প্রতিবেশীই একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রেফতার ৪৮ বছর বয়সী প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মোতিলাল গ্রামে। পরিবারের দাবি, গত ৫ অক্টোবর বাড়িতে একা ছিলেন তরুণী। কোনও কারণে তিনি বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেসময় হামিদ মোল্লা নামে ৪৮ বছর বয়সী এক প্রতিবেশী তাঁকে বাড়িতে নিয়ে যায়। সেখানেই হামিদ মোল্লা ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। কাউকে কিছু জানালে তরুণীকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ভয়ের চোটে নির্যাতিতা বাড়িতে কিছু জানাননি। কিন্তু, আচরণে পরিবর্তন দেখে বাড়ির লোকেরই সন্দেহ হয়। মঙ্গলবার চাপ দিতেই তরুণী ভেঙে পড়েন। আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর ওপর হওয়া নির্যাতনের কথা। চিনিয়ে দেন হামিদ মোল্লাকেও। এরপরই ঢোলারহাট থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্ত হামিদকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি এখনও আতঙ্কে রয়েছেন।