এক্সপ্লোর
Advertisement
পরিবারের সম্মান রক্ষায় খুন? মামাতো বোনের সঙ্গে ভাগ্নের প্রেম সন্দেহে কিশোরকে পিটিয়ে মারল মামা
অন্ডাল: পরিবারের ‘সম্মান রক্ষার অজুহাত’! ভাগ্নেকে পিটিয়ে খুনের অভিযোগ ৪ মামার বিরুদ্ধে! এবার বাংলার বুকেও কি থাবা বসাচ্ছে গোবলয়ের নৃশংসতা? পশ্চিম বর্ধমানের অন্ডালের ঘটনায় উঠছে প্রশ্ন। মৃতের নাম ভূমিত রুইদাস।অন্ডালের চনচনি কোলিয়ারি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে দাবি, দূর সম্পর্কের মামাতো বোনের সঙ্গে যুবকের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল ৪ মামার। প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সকালে মাঠে গিয়েছিলেন ভূমিত রুইদাস। অভিযোগ, তখনই ভাগ্নেকে ঘিরে ধরেন ৪ মামা। যুবককে শাবল দিয়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
খবর জানাজানি হতেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালান গ্রামবাসীরা।
জামুড়িয়ার বাসিন্দা হলেও, অন্ডালে মামার বাড়িতে থাকতেন ভূমিত রুইদাস। পাশের কয়েকটি বাড়ি পড়েই থাকেন ভূমিতের দূর সম্পর্কের ৪ মামা। যদিও সম্পর্কের ব্যাপারে তারা কিছুই জানত না বলে দাবি, মৃতের মামার বাড়ির সদস্যদের। অভিযুক্ত দুই মামাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি ২ অভিযুক্তের খোঁজ চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement