Supreme Court Update: যৌনকর্মীদেরও দিতে হবে এই কার্ড ! কী বলল সুপ্রিম কোর্ট ?
Supreme Court Update: সম্প্রতি দশক আগের একটি নির্দেশের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দেয় দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেখানে কেন যৌনকর্মীদের এখনও রেশন কার্ড দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।
Supreme Court Update: যৌনকর্মীদেরও রয়েছে মৌলিক অধিকার। তাই তাদেরও দিতে হবে আধার (Aadhaar Card), ভোটার ও রেশন কার্ডের সুবিধা। সম্প্রতি এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।
Aadhaar News: এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের বেঞ্চ বলে, ''দেশের যেকোনও নাগরিকের মৌলিক অধিকার (Fundamental Rights) পাওয়ার যোগ্যতা রয়েছে। তা সে যে পেশাতেই থাকুক না কেন। এটা কেন্দ্র, রাজ্য সরকারের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে। সবার জন্য আধার (Aadhaar Card), ভোটার (Voter Card)তথা রেশন কার্ড (Ration Card) ইস্যু করা কর্তৃপক্ষের কর্তব্য।''
Fundamental Rights: সম্প্রতি দশক আগের একটি নির্দেশের প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ দেয় দেশের শীর্ষ আদালত (Supreme Court)। সেখানে কেন যৌনকর্মীদের এখনও রেশন কার্ড দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, ''প্রায় এক দশক আগে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যৌনকর্মীদের রেশন ও পরিচয়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কেন এখনও সেই নির্দেশের বাস্তবায়ন হল না ?''
যৌনকর্মীদের তালিকা তৈরি করতে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO) ও স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিগুলির থেকে সহায়তা নিতে বলেছে সুপ্রিম কোর্ট। 'কমিউনিটি বেসড' সংস্থাগুলির তথ্য যাচাই করার পরে যৌনকর্মীদের একটি তালিকা ঠিক করতে বলেছে শীর্ষ আদালত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, যৌন কর্মীদের রেশন কার্ড, ভোটার আইডি কার্ড ও আধার কার্ড সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট চার সপ্তাহের মধ্যে দাখিল করতে হবে। এর মধ্যে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যৌনকর্মীদের জন্য শুকনো রেশন বিতরণ চালিয়ে যেতে হবে। রেশন কার্ড ও পরিচয়পত্রের অন্যান্য প্রমাণের উপর জোর না এই কাজ করতে বলেছে আদালত।
আরও পড়ুন : IRCTC Update: ১ জানুয়ারি থেকে রেলের এই নিয়মে বদল, ফের পাবেন বিশেষ সুবিধা
আরও পড়ুন : 7th Pay Commission: অ্যাকাউন্টে ঢুকবে আরও টাকা, কেবল মোদির সিগনালের অপেক্ষা