IRCTC Update: ১ জানুয়ারি থেকে রেলের এই নিয়মে বদল, ফের পাবেন বিশেষ সুবিধা
Indian Railways: ১ জানুয়ারি থেকে রেলওয়ের ২০টি সাধারণ কোচে অসংরক্ষিত টিকিটের (Unreserved Ticket) মাধ্যমে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে রেল। নতুন বছরে আপনি অসংরক্ষিত টিকিটের মাধ্যমেই ভ্রমণ করতে পারবেন।
Indian Railways: যাত্রী সুবিধায় বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় রেল। এই সুবিধা অনুযায়ী যাত্রীরা রিজার্ভেশন ছাড়াই (Unreserved Ticket)ভ্রমণের সুযোগ পাবেন। আপনি সাধারণ কোচে একটি অসংরক্ষিত টিকিটে (Unreserved Ticket) ভ্রমণ করতে পারবেন। করোনা মহামারীর (Covid-19) পর আবারও ধীরে ধীরে যাত্রীদের পুরোনো সুবিধা দিতে শুরু করেছে রেল।
Train Travel Without Reservation: ১ জানুয়ারি থেকে ভ্রমণ করতে পারবেন
১ জানুয়ারি ২০২২ থেকে রেলওয়ের ২০টি সাধারণ কোচে অসংরক্ষিত টিকিটের (Unreserved Ticket) মাধ্যমে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে রেল। নতুন বছরে আপনি অসংরক্ষিত টিকিটের মাধ্যমেই ভ্রমণ করতে পারবেন। দেখে নিন কোন-কোন ট্রেনে পাবেন এই সুবিধা।
1 ট্রেন নম্বর- 12531
রুট- গোরখপুর-লখনউ
কোচ - D12- D15 ও DL1
2 ট্রেন নম্বর- 12532
রুট-লখনউ-গোরখপুর
কোচ - D12-D15 ও DL1
3 ট্রেন নম্বর- 15007
রুট- বারানসী সিটি-লখনউ
কোচ - D8-D9
4 ট্রেন নম্বর- 15008
রুট - লখনউ - বারাণসী সিটি
কোচ - D8-D9
5 ট্রেন নম্বর- 15009
রুট - গোরখপুর - মাইলানি
কোচ - D6-D7 DL1 ও DA2
6 ট্রেন নম্বর- 15010
রুট - ময়লানি - গোরখপুর
কোচ - D6-D7 DL1 ও DL 2
7. ট্রেন নম্বর- 15043
রুট- লখনউ-কাঠগোদাম
কোচ - D5-D6 DL1 ও DL2
8. ট্রেন নম্বর- 15044
রুট- কাঠগোদাম-লখনউ
কোচ - D5-D6 DL1 ও DL 2
9. ট্রেন নং-15053
রুট- ছাপড়া-লখনউ
কোচ - D7-D8
10. ট্রেন নম্বর- 15054
রুট- লখনউ- ছাপড়া
কোচ - D7-D8
11. ট্রেন নং- 15069
রুট- গোরখপুর- আইশবাগ
কোচ - D12-D14 ও DL1
12 ট্রেন নং-15070
রুট- আইশবাগ-গোরখপুর
কোচ: D12-D14 ও DL1
13. ট্রেন নম্বর- 15084
রুট- ফররুখাবাদ- ছাপড়া
কোচ - D7-D8
14. ট্রেন নং-15083
রুট- ছাপড়া- ফারুখাবাদ
কোচ - D7-D8
15. ট্রেন নম্বর- 15103
রুটঃ গোরখপুর-বেনারস
কোচ: D14-D15
16. ট্রেন নম্বর- 15104
রুট - বেনারস - গোরখপুর
কোচ - D14-D15
17. ট্রেন নম্বর- 15105
রুট- ছাপড়া- নৈতানওয়া
কোচ - D12-D13
18. ট্রেন নম্বর- 15106
রুট- নৈতানওয়া- ছাপড়া
কোচ - D12-D13
19. ট্রেন নম্বর- 15113
রুট- গোমতী নগর- ছাপড়া কাছারি
কোচ - D8-D9
20. ট্রেন নম্বর- 15114
রুট - ছাপড়া কাছেরী - গোমতী নগর
কোচ - D8-D9
Indian Railways update: মানতে হবে নির্দেশিকা
করোনাকালে ভিড় এড়াতে সাধারণ কোচে রিজার্ভেশন ছাড়াই ভ্রমণের সুবিধা বন্ধ করে দিয়েছিল ভারতীয় রেল। তবে ফের সেই সুবিধা চালু করতে চলেছে রেল কর্তৃপক্ষ। এখন যাত্রীরা ১ জানুয়ারি থেকে রিজার্ভেশন ছাড়া ভ্রমণ করতে পারবেন। তবে যাত্রার সময় করোনার নির্দেশিকা মেনে চলতে হবে যাত্রীদের। রেলওয়ে নিরাপত্তার নিয়ম মেনে বর্তমানে ২০টি ট্রেনে যাত্রীদের এই সুবিধা দিচ্ছে রেল (Indian Railways) ।