এক্সপ্লোর
মেয়ের বদনাম করবেন না, বললেন সুশান্তের প্রাক্তন ম্য়ানেজার দিশা সালিয়ানের মা
দিশার মা বলেছেন, " দয়া করে আমার মেয়ের বদনাম করে তার থেকে ফায়দা তোলার চেষ্টা করবেন না। ও আমাদের একমাত্র সন্তান। আজ আমরা ওকে হারিয়েছি। আর ওরা মেয়ের বদনাম করতে উঠেপড়ে লেগেছে। এভাবে হয়রান করে ওরা আমাদের মেরে ফেলতে চায়।"

মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর কি কোনও সংযোগ রয়েছে? কেন সালিয়ানের আত্মহত্যার এক সপ্তাহের মধ্যে আত্মঘাতী হলেন সুশান্ত? বিভিন্ন মাধ্যমে উঠে আসছে একাধিক তথ্য। আর এতেই ব্যথিত দিশা সালিয়ানের মা-বাবা। এভাবে যেন তাঁদের মেয়ের ভাবমূর্তি নষ্ট করা না হয়, আর্তি দিশার মা বাসন্তী সালিয়ানের।
এক সাক্ষাৎকারে দিশার মা বলেছেন, " দয়া করে আমার মেয়ের বদনাম করে তার থেকে ফায়দা তোলার চেষ্টা করবেন না। ও আমাদের একমাত্র সন্তান। আজ আমরা ওকে হারিয়েছি। আর ওরা মেয়ের বদনাম করতে উঠেপড়ে লেগেছে। এভাবে হয়রান করে ওরা আমাদের মেরে ফেলতে চায়।"
মুম্বই পুলিশের তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করেননি দিশার মা। তিনি জানিয়েছেন, পুরো তদন্ত প্রক্রিয়া, সব নথি তাঁরা দেখেছেন। মুম্বই পুলিশের কাছে যাবতীয় তথ্য-প্রমাণ রয়েছে। কিন্তু এর মাঝখানে বারবার রাজনীতিকরা ঢুকে পড়ে তদন্ত প্রক্রিয়া উলটেপালটে দিচ্ছেন। মুম্বই পুলিশের কাছে তাঁর অনুরোধ, তারা যেন দ্রুত এই তদন্ত শেষ করে।
১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। তার আগে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তাঁরই প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। কিন্তু তারপর থেকে নানান গুঞ্জন। দু জনের মৃত্যুর মধ্যে যোগসূত্র খুঁজে বেড়াচ্ছেন অনেকে। প্রায় রোজই সামনে আসছে কোনও না কোনও নতুন তথ্য। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিশার মা বলেছেন, " আমি সব মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং সবাইকে অনুরোধ করছি এসব মিথ্যে। এগুলো স্রেফ গুজব। এখনই বন্ধ হোক। সুপ্রিম কোর্টেও আমরা আবেদন করেছিলাম এসব যেন বন্ধ হয়। মেয়ের নামে এসব গুজব, মিথ্যা খবর আমরা আর শুনতে পারছি না।।"
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
আইপিএল
Advertisement
