এক্সপ্লোর
করোনা সংক্রমণের মতো লক্ষ্মণ! বাগপত জেলের ২০ বন্দি কোয়ারেন্টিনে
যে বন্দিদের জ্বর ও কাশি হয়েছে, তাদের পৃথক ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। জেল সুপার জেল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন।
![করোনা সংক্রমণের মতো লক্ষ্মণ! বাগপত জেলের ২০ বন্দি কোয়ারেন্টিনে Susptected Coronavirus symptoms, 20 prisoners shifted to quarantine in Baghpat jail করোনা সংক্রমণের মতো লক্ষ্মণ! বাগপত জেলের ২০ বন্দি কোয়ারেন্টিনে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/24140657/jail.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Photo Taken In India
বাগপত: করোনাভাইরাস সংক্রমণের মতো লক্ষ্ণণ দেখা যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাগপত সংশোধনাগারের ২০ বন্দিকে সোমবার কোয়ারেন্টিন করা হয়েছে। জেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই বন্দিদের করোনা সংক্রমণ হয়েছে কিনা, জানতে পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে জেলে যেসব নতুন বন্দিকে আনা হচ্ছে, তাদের মেডিক্যাল চেক-আপের নির্দেশ দেওয়া হয়েছে।
যে বন্দিদের জ্বর ও কাশি হয়েছে, তাদের পৃথক ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে এবং মেডিক্যাল পরীক্ষা করা হচ্ছে। জেল সুপার জেল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। এ কথা জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট শকুন্তলা গৌতম। তিনি ও পুলিশ সুপার প্রতাপ গোপেন্দ্র যাদব সোমবার জেল পরিদর্শন করেন।
রাজ্যের বিভিন্ন জেলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশের কারা প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঝটিতি পরিদর্শনে আসছেন। পরিচ্ছন্নতা ও বিভিন্ন ব্যক্তিদের মধ্যে দূরত্ব বজায় রাখা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্ট করো প্রতিরোধে সুরক্ষামূলক পদক্ষেপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। জেলগুলিতে খুব বেশি ভিড় এড়াতে যে সমস্ত বন্দিদের চার থেকে ছয় সপ্তাহ প্যারোলে ছাড়া যেতে পারে, তাদের চিহ্নিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)