এক্সপ্লোর
Advertisement
বিক্ষোভের মধ্যেই আজ থেকে খুলল তামিলনাডুর মদের দোকান, কড়া নিরাপত্তা
দোকানে কাজ করতে পারবেন শুধুমাত্র শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ কর্মচারীরা। ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের কাজের অনুমতি আপাতত দেওয়া হচ্ছে না। তাছাড়া ক্রেতাদেরও দোকানে আসতে হবে মাস্ক পরে।
চেন্নাই: করোনা আবহে রাজ্যে মদের দোকান খোলা নিয়ে চলছে বিক্ষোভ। তারই মধ্যে বৃহস্পতিবার থেকে চেন্নাই শহর ছাড়া সব জায়গায় মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিল তামিলনাডু স্টেট মার্কেটিং কর্পোরেশন। টাসম্যাকের সব আউটলেটই খোলা থাকছে পুলিশি তত্ত্বাবধানে।
দোকানে কাজ করতে পারবেন শুধুমাত্র শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ কর্মচারীরা। ৫৫ বছরের বেশি বয়সী কর্মীদের কাজের অনুমতি আপাতত দেওয়া হচ্ছে না। তাছাড়া ক্রেতাদেরও দোকানে আসতে হবে মাস্ক পরে। সঙ্গে আনতে হবে আধার কার্ড। নইলে তারা মদ কিনতে পারবেন না, নির্দেশ রাজ্য সরকারের।
মদের দাম বেড়ে যাওয়ায় সরকারের ঘরে বাড়তি রাজস্ব আসবে, জানালেন এক সরকারি আধিকারিক।
কোনও দোকানই একসঙ্গে একজনকে বেশি মদ বিক্রি করতে পারবে না।
বুধবার জেলাশাসকদের তত্ত্বাবধানে ট্যাসম্যাক গোডাউন থেকে লরি করে বিভিন্ন দোকানে স্টক পৌঁছে দেয়। লকডাউন চলাকালীন তামিলনাডুতে মদের দোকান লুঠের ঘটনা ঘটে। তারপরই দোকান থেকে সব স্টক সরিয়ে নিকটবর্তী গোডাউনে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত নিরাপত্তারও ব্যবস্থা করা হয়।
মাদুরাইয়ের এক লিকার শপের ম্যানেজার জানিয়েছেন, বিক্রির আগে তাঁদের বিয়ার ও ওয়াইনের তারিখ দেখে নিতে বলা হয়েছে। তাছাড়া বিক্রির সময় পরতে হবে মাস্ক, গ্লাভস। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। লোকের হাত-পা ধোওয়ার জন্য দোকানে দুই ড্রাম জল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিড় এড়ানোর জন্য কুপন সিস্টেম রাখার কথা বলা হয়েছে। কোনওভাবেই দোকানে ভিড় জমতে দেওয়া যাবে না। নির্দেশ প্রশাসনের।
বিক্রি শুরুর আগে বুধবারই সব দোকানে স্যানিটাইজেশন করা হয়। ভিড় আটকানোর জন্য লাগানো হয় ব্যারিকেড।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement