এক্সপ্লোর
Advertisement
গত বছর প্রায় ২৫ কোটি টাকা রোজগার করেন হার্দিক পাণ্ড্য, দেখে নিন, কীসে খরচ করলেন
হার্দিক যে ঝকমকে গয়নাগাটি পছন্দ করেন, সকলের জানা। সাদা সোনার চেন আর হীরে বসানো ঘড়ি ছাড়া খুব অল্প সময় দেখা গিয়েছে তাঁকে।
নয়াদিল্লি: অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য সর্বকালের সব থেকে বেশি উপার্জনকারী ভারতীয় ক্রিকেটারদের অন্যতম। বিসিসিআই ক্রিকেটে যেমন কোটি কোটি টাকা ঢালছে, তেমনই আসছে বিজ্ঞাপন। পাশাপাশি ক্রিকেটার হিসেবেও হার্দিক অসাধারণ দক্ষতার অধিকারী। ক্রিকেটে এখন কোটি কোটি টাকা, ২০১৯-এর ফোর্বস ১০০ সেলিব্রিটির তালিকায় ১১ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন। হার্দিক নিজে আছেন ৩২তম স্থানে। কর্ণ জোহর, শাহিদ কপূরদের ওপরে।
ফোর্বস বলছে, হার্দিক শুধু গত বছরই ২৪.৮৭ কোটি টাকা উপার্জন করেছেন। ফলে তাঁর লাইফস্টাইলেরও উন্নতি হয়েছে হু হু করে।
এবার দেখে নিন, কী করে হার্দিক এক বছরেই এত টাকা উপার্জন করলেন।
১. বিসিসিআই-এর চুক্তি- বিসিসিআই গ্রেড বি চুক্তি করেছেন হার্দিকের সঙ্গে, প্রতি বছর তা থেকে তিনি রোজগার করেন ৩ কোটি টাকা।
২. আইপিএল- এ বছর আইপিএল হবে কিনা ঠিক নেই। তা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ধরে রেখেছে ১১ কোটি টাকার বিনিময়ে।
৩. বিজ্ঞাপন- হার্দিক গালফ অয়েল, অপো, স্টার স্পোর্টসের মত নানা দামী ব্র্যান্ড এনডোর্স করেন। এ সব থেকেও উপার্জন কোটি কোটি টাকা।
এবার দেখে নিন, কীসে এই এত টাকা খরচ করেন হার্দিক
১. ফ্যাশন- হার্দিক যে ঝকমকে গয়নাগাটি পছন্দ করেন, সকলের জানা। সাদা সোনার চেন আর হীরে বসানো ঘড়ি ছাড়া খুব অল্প সময় দেখা গিয়েছে তাঁকে। এরপর অঙ্গজুড়ে আছে নামী দামী সব ব্র্যান্ড- বালমেইন প্যারিস, হার্মিস ইত্যাদি।
২. গাড়িৃ- তাঁর একটি ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ ও একটি মার্সিডিজ এএমজি জি৬৩ এসইউভি রয়েছে। মার্সিডিজের দাম ২.১৯ কোটি টাকা।
৩. পেন্টহাউস- হার্দিক ধনী পরিবার থেকে আসেননি। তবে ভাই, ক্রিকেটার কুণাল পাণ্ড্য ও বাবা মাকে নিয়ে তিনি বাস করেন গুজরাতের ভডোদরায় বিশাল এক ৬,০০০ বর্গ ফুট পেন্টহাউসে।
৪. দান- বেশিরভাগ লোকই জানেন না, হার্দিক দানও করেন। কফি উইথ কর্ণ কাণ্ডের পর বিসিসিআই ঘোষণা করেছিল, হার্দিক ও কে এল রাহুল ২০ লাখ টাকা দান করবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement