Puducherry Election Results 2016 vs Exit Poll : ভোট-পূর্ববর্তী আস্থাভোটের ফলই কি বজায় থাকবে ? পুদুচেরির শাসন-ক্ষমতায় কারা ?
সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে পাল্লা ভারী NDA শিবিরের। গদি দখলের লড়াইয়ে অনেকটা পিছিয়ে কংগ্রেস ও DMK-র UPA জোট। যদিও এখনই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বাড়াবাড়ি করছে না পদ্ম শিবির।
পুদুচেরি : সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে পাল্লা ভারী NDA শিবিরের। গদি দখলের লড়াইয়ে অনেকটা পিছিয়ে কংগ্রেস ও DMK-র জোট। যদিও এখনই বুথ ফেরত সমীক্ষা নিয়ে বাড়াবাড়ি করছে না পদ্ম শিবির। এক্সিট পোলের বদলে রবিবার এক্স্যাক্ট ফলের দিকে তাকিয়ে তারা।
রবিবার সকাল ৮টার পর পোস্টাল ব্যালট দিয়ে শুরু হবে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ। তার আধ ঘণ্টার মধ্যেই খোলা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা (ইভিএম)। ভোট গণনাকে কেন্দ্র করে ৪০০ পুলিশকর্মী নামানো হয়েছে ইতিমধ্যেই। পুদুচেরির সাম্প্রতিক চিত্র বলছে, ভোটের আগে এমনিতেই প্রতিষ্ঠান বিরোধিতার জোর হাওয়া বইছিল ইউপিএ-র বিরুদ্ধে। পরিস্থিতি এমন হয় যে ভি নারায়ণস্বামীকে নির্বাচন থেকে দূরে রাখতে বাধ্য হয় কংগ্রেস।
পুদুচেরিতে ৩০ আসনের বিধানসভা। যার মধ্যে ৯টি আসনে লড়েছে বিজেপি। এ্আইএনআর কংগ্রেস লড়েছে ১৬টি আসনে। বাকি ৫টি আসনে প্রার্থী দিয়েছে এআইএডিএমকে। পুদুচেরির নির্বাচনে এনডিএ শিবিরে তৈরি হয়েছে মূলত এই তিনটি দলের জোট। ইউপিএ শিবিরে ১৪ আসনে লড়েছে কংগ্রেস, ১৩টি আসনে ডিএমকে। সিপিআই, দলিত পার্টি ও ভিকেসি দল প্রার্থী দিয়েছে ১টি করে আসনে।
ভোটের ঠিক আগেই কেন্দ্রশাসিত পুদুচেরিতে আস্থাভোটে হেরে ক্ষমতা হারিয়েছিল কংগ্রেস। পুদুচেরি বিধানসভায় মোট আসন ৩৩টি। তার মধ্যে ৩ জনকে মনোনীত করে কেন্দ্র। ভোট হয় বাকি ৩০টি আসনে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে ম্যাজিক ফিগার ১৬।
সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, ভোটে জিতে পুদুচেরিতে এবার সরকার গড়তে পারে NDA। সমীক্ষা অনুযায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল AINRC, BJP আর ADMK নেতৃত্বাধীন NDA পেতে পারে ১৯ থেকে ২৩টি আসন।অন্যদিকে, কংগ্রেস ও ডিএমকে-র জোট UPA-র হাতে যেতে পারে ৬ থেকে ১০টি আসন। অন্যান্যরা জিততে পারে ১ থেকে ২টি আসন।
ভোট শতাংশের নিরিখেও অনেকটাই এগিয়ে থাকতে পারে NDA। সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, পুদুচেরিতে এবার ৪৭ শতাংশের (৪৭.১) বেশি ভোট পেতে পারে NDA। UPA পেতে পারে ৩৪ শতাংশের (৩৪.২) বেশি ভোট। অন্যান্য দলগুলি প্রায় ১৯ শতাংশ (১৮.৭) ভোট পেতে পারে। তবে সমীক্ষার ফলই যে মিলে যাবে এমনটা নয়। অনেক ক্ষেত্রেই বিপরীত ফলও দেখা যায় গণনার পর।