এক্সপ্লোর
ভেঙে পড়ছে বাড়ি, বাঁকুড়ায় ৯৫ বছরের বাবাকে বাঁচাতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মারা গেলেন দুই পুত্র
গতকাল রাত ১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়ির একাংশ।

বাঁকুড়া: বাঁকুড়ার জয়পুরের সুপুর গ্রামে দেওয়াল চাপা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হল। তাঁদের বৃদ্ধ বাবা গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, ৬০-৭০ বছরের পুরনো মাটির বাড়িটিতে থাকতেন অনিলচরণ বিশ্বাস ও তাঁর দুই ছেলের পরিবার। গতকাল রাত ১টা নাগাদ আচমকাই ভেঙে পড়ে বাড়ির একাংশ। সবাই বার হলেও, ঘর থেকে বার হতে পারেননি ৯৫ বছরের গৃহকর্তা। বাবাকে বার করে আনতে বাড়িতে ফের ঢোকেন তাঁর দুই ছেলে সন্তোষ ও বিকাশ। সেই সময় গোটা বাড়িটিই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে ঘণ্টাচারেক পর, বৃদ্ধ বাবাকে জীবিত অবস্থায় বার করা সম্ভব হলেও, উদ্ধার হয় ৬০ ও ৫৫ বছরের দুই ছেলের মৃতদেহ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















