(Source: ECI/ABP News/ABP Majha)
Chinese citizens arrested: বাগডোগরা বিমানবন্দরে আটক দুই সন্দেহভাজন চিনের নাগরিক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হলো ঝাং জুন ও কাই লেন।সিআইএসএফ তাদের আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দুই ব্যক্তি ৩ মার্চ নেপাল থেকে পাকিস্তানের করাচি যান।
মলয় মুখোপাধ্যায়, শিলিগুড়ি: হায়দরাবাদ যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দর থেকে আটক দুই চিনের নাগরিক। ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সহ তাদের আটক করে বাগডোগরা বিমানবন্দরের সিআইএসএফ আধিকারিকরা। তাদের কাছ থেকে চিনের কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। সেগুলি বেশ সন্দেহজনক। সেইসঙ্গে একটি আধার কার্ডও বাজেয়াপ্ত হয়েছে। সেই আধার কার্ড কীভাবে যোগাড় হল, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হলো ঝাং জুন ও কাই লেন।সিআইএসএফ তাদের আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই দুই ব্যক্তি ৩ মার্চ নেপাল থেকে পাকিস্তানের করাচি যান। তারপর সেখান থেকে ফিরে ফের নেপালে যান।
সোমবার তারা নেপাল সীমান্ত হয়ে বাগডোগরা এসে পৌঁছান এবং রাতে বাগডোগরা এলাকার একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার তারা বিমানে করে হায়দারাবাদ যেতে বিমানবন্দরে যান। কিন্তু তাদের দেখে নিরাপত্তারক্ষীদের সন্দেহ হওয়ায় আটক করা হয়। বাগডোগরা থানায় নিয়ে গেলে পুলিশ তাদের কাছ থেকে বেশ কয়েকটি দেশের ভিসা ও ভারতের আধার কার্ড এবং একজনের কাছ থেকে চিনের পাসপোর্ট উদ্ধার করে।
রাজ্যে বিধানসভা ভোটের আগে সন্দেহভাজন দুইজন আটক হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। তার ওপর এরা দুইজনেই আবার পাকিস্তানে গিয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার কুনওয়ার ভূষন সিং জানিয়েছেন, দুই সন্দেহভাজন চিনের নাগরিককে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জানা গিয়েছে, বাগডোগরা থেকে বিমানে তিরুপতি যাওয়ার জন্য রওনা দিচ্ছিলেন ধৃতরা। কিন্তু তাঁদের গতিবিধি সন্দেহজনক ঠেকতেই আটক করা হয়। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ওই দুজনের মধ্যে একজনের কাছে পাসপোর্ট ছিল, কিন্তু ভিসা ছিল না তাঁদের কারও কাছেই। গতকাল বাগডোগরা পৌঁছে সেখানেই একটি হোটেলে ছিলেন তিনি।