Boris Johnson In India: রাশিয়া নিয়ে চুপ, 'এত ভাল সম্পর্ক আগে ছিল না', ভারত সফরে মূল্যায়ন ব্রিটিশ প্রধানমন্ত্রীর
Boris Johnson In India: এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ''আমার মনে হয় না এর আগে ভারতের সঙ্গে ব্রিটেনের এত মজবুত ও ভাল সম্পর্ক ছিল ।
Boris Johnson In India: রাশিয়ার থেকে ভারতের কম দামে তেল কেনা নিয়ে শুরু হয়েছিল 'দ্বন্দ্ব'। ভারত সফরে এসে সেই প্রসঙ্গ তুলেছিলেন ব্রিটেনের বিদেশসচিব। তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফরে সেই প্রসঙ্গ উঠবে বলেই আশা করা হচ্ছিল। যদিও প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে রাশিয়া প্রসঙ্গে তুললেন না জনসন। উল্টে ভারত নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখে।
UK PM Boris Johnson's ceremonial welcome: ভারত-ব্রিটেন সম্পর্ক নিয়ে বরিসের বার্তা
এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ''আমার মনে হয় না এর আগে ভারতের সঙ্গে ব্রিটেনের এত মজবুত ও ভাল সম্পর্ক ছিল । যেভাবে ভারতে আমাকে স্বাগত জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে গুজরাত যেভাবে আমাদের গতকাল স্বাগত জানিয়েছে, তা অনবদ্য। আমি এরকম আনন্দের স্বাগত অনুষ্ঠান আগে দেখিনি। আমি সাধারণত এই ধরনের স্বাগত অভ্যর্থনা বিশ্বের কোনও জায়গায় পাইনি।''