Rath Yatra:গুজরাত-সফরের মধ্যেই আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে 'মঙ্গল আরতি' অমিত শাহের
Amit Shah:আজ রথযাত্রা। তার আগে আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে 'মঙ্গল আরতি' করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের গুজরাত সফরে গিয়েছেন তিনি।
আহমেদাবাদ: আজ রথযাত্রা (Rath Yatra)। তার আগে আহমেদাবাদের (Ahmedabad) জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) 'মঙ্গল আরতি' করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একদিনের গুজরাত সফরে গিয়েছেন তিনি। ব্য়স্ততার ফাঁকেই আহমেদাবাদের জামালপুর এলাকার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন।
আহমেদাবাদের রথযাত্রা...
রথযাত্রা উপলক্ষ্যে দেশের মধ্যে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় পুরীতে। অনেকের মতে, এর পরই আসে আহেমদাবাদের রথ-উৎসব। গত বছর এখানকার মন্দিরে দেখা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেই ধারায় ছেদ পড়েনি এবারও। আপাতত তাঁর যা কর্মসূচি রয়েছে, তাতে মঙ্গলবার একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। দুটি পার্ক, রেলের ফ্লাইওভার এবং হাসপাতালের 'ভূমিপুজো'-ও । তবে তুমুল ব্যস্ততার ফাঁকে জগন্নাথ মন্দিরের 'মঙ্গল আরতি'-র জন্য সময় ঠিকই বের করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
श्री जगन्नाथ रथयात्रा आस्था व भक्ति का अलौकिक समागम है। आज रथयात्रा के शुभ अवसर पर अहमदाबाद के जगन्नाथ मंदिर में मंगला आरती में सम्मिलित होकर महाप्रभु का आशीर्वाद लिया। हर वर्ष यहाँ भगवान के दर्शन की अनुभूति दिव्य व अविस्मरणीय होती है। महाप्रभु सभी पर कृपा बनायें रखें।
— Amit Shah (@AmitShah) June 20, 2023
जय जगन्नाथ pic.twitter.com/xVapxvrnQF
পরে সেই মুহূর্তের কয়েকটি ছবিও পোস্ট করেন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে।
পুরীর ছবি...
অন্য দিকে, রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে পুরী। ' রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম...' - আষাঢ়স্য শুক্লপক্ষে জমজমাট পুরী ৷ রথযাত্রা উপলক্ষে পুরীতে এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড়। দেশের নানা প্রান্তের মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন বহু বিদেশি পযর্টক ৷ সমুদ্র-শহর আক্ষরিক অর্থেই জনসমুদ্র। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহর ৷ মন্দির চত্বরে নজরদারি চালাতে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। নিয়ম করে ওড়ানো বন্ধ করা হয়েছে ড্রোন। পুলিশ প্রশাসন ছাড়া কেউ ড্রোন ওড়াতে পারবেন না। সকাল থেকেই রীতিনীতি মেনে শুরু হয় পূজার্চনা। পালিত হয় নানা রীতি। দুপুরে খিচুড়ি ভোগ খেয়ে মাসির বাড়ির উদ্দেশ রওনা হন জগন্নাথ,রথে চড়ে জগন্নাথদেবের মাসির বাড়ি যাত্রা৷ সঙ্গী বলরাম, সুভদ্রা৷ রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকতশহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। সকালে মঙ্গলারতি দিয়ে সূচনা। এরপর রথযাত্রার মূল অনুষ্ঠান শুরু হবে।
আরও পড়ুন:চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?