Puja Khedkar: সব শংসাপত্র সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়,পূজা খেদকারের আইএএসের প্রার্থীপদ বাতিলে জানাল UPSC
UPSC On Puja Khedkar Case: সব শংসাপত্র সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়। শিক্ষানবীশ আইএএস পূজা খেদকারের প্রার্থীপদ বাতিল প্রসঙ্গে একথাই জানাল UPSC।
![Puja Khedkar: সব শংসাপত্র সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়,পূজা খেদকারের আইএএসের প্রার্থীপদ বাতিলে জানাল UPSC Union Public Service Commission Cancelled selection of IAS trainee officer Puja Khedkar, said they can't verify thousand of OBC and Disability Certificates Puja Khedkar: সব শংসাপত্র সম্পূর্ণ যাচাই করা সম্ভব নয়,পূজা খেদকারের আইএএসের প্রার্থীপদ বাতিলে জানাল UPSC](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/ad404da41ff82682844ce296fb1a0f201722452163725990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সমস্ত ওবিসি শংসাপত্র যাচাই করা সম্ভব নয় বলে জানাল ইউনিয়ন পাবলিস সার্ভিস কমিশন (Union Public Service Commission)। বুধবার শিক্ষানবীশ আইএএস পুজা খেদকারের (Puja Khedkar) প্রার্থীপদ বাতিল করার পর একথাই জানাল তারা। পাশাপাশি একাধিকবার ভুয়ো পরিচয়পত্র জমা দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে ইউনিয়ন কমিশন দ্বারা পরিচালিত কোনও পরীক্ষা তিনি আর বসতে পারবেন বলে পরিষ্কার জানিয়ে দিল কমিশন।
এর পাশাপাশি পূজা খেদকার যে বিশেষভাবে সক্ষম এবং ওবিসি শংসাপত্র জাল করে সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন সেপ্রসঙ্গেও মন্তব্য করে তারা।
ইউনিয়ন পাবলিক কমিশনের তরফে আরও জানানো হয়েছে,তারা ওবিসি শংসাপত্রের প্রাথমিক বিষয়গুলি খতিয়ে দেখে। যেমন শংসাপত্রটি কবে ইস্যু করা হয়েছে তার তারিখ, ফরম্যাট ও বছর। শংসাপত্রটি কারা ইস্যু করেছে তাও খতিয়ে দেখা হয়।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন ও সেখানে কী জালিয়াতি করা হয়েছে তা খতিয়ে দেখার কোনও আইন তাদের নেই পাশাপাশি এত পরীক্ষার্থী শংসাপত্র পুরো খতিয়ে দেখা সম্ভবও নয় তাদের পক্ষে।
তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে ভুয়ো শংসপাত্র জমা দেওয়ার যে অভিযোগ জমা পড়েছে সেবিষয়ে কমিশনের পক্ষে একথা পরিষ্কার জানানো হচ্ছে, কমিশনের পক্ষ থেকে প্রাথমিকভাবে খতিয়ে দেখা হয় যে ওই শংসাপত্রগুলি সঠিক কর্তৃপক্ষের তরফে ইস্যু করা হয়েছে কিনা। বা কোন বছরের কত তারিখ তা ইস্যু করা হয়েছে এবং তার ফরম্যাট। সাধারণত উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা শংসাপত্রকে আসল হিসেবেই মান্যতা দেওয়া হয়।
ইতিমধ্যে ভুয়ো শংসাপত্র জমা দিয়ে ইউপিএসসি পরীক্ষায় একাধিকবার বসার জন্য পূজা খেদকারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইএর দায়ের করেছে পুলিশ। ওই এফআইআরে ভুয়ো ওবিসি শংসাপত্র জমা দিয়ে পরীক্ষা বসার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
কমিশনের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে গত ১৯ জুলাই পূজার বিরুদ্ধে জালিয়াতি করে বিশেষভাবে সক্ষম ও ওবিসি শংসাপত্র বের করার জন্য একটি মামলাও দায়ের হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Wayanad Landslide: চারদিকে স্তব্ধতা, কান্নার রোল; ধসে ধুয়ে মুছে সাফ কেরলের গ্রাম
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)