আজ থেকে শুরু আনলক ২, প্রাতর্ভ্রমণকারীদের জন্য খুলল রবীন্দ্র, সুভাষ সরোবর
আনলক ২-এর প্রথমদিনই প্রাতর্ভ্রমণকারীদের জন্য সুখবর...
কলকাতা: আনলক ২-এর প্রথমদিনই প্রাতর্ভ্রমণকারীদের জন্য সুখবর। খুলল শহরের দুই প্রান্তের দুটি উদ্যান।
আজ থেকে খুলল রবীন্দ্র সরোবর। প্রাতর্ভ্রমণকারীদের জন্য প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে এই জাতীয় উদ্যান। ঘূর্ণিঝড়ে বহু গাছ উপড়ে পড়ায় উদ্যানের ভিতরে লন্ডভন্ড অবস্থা। সেইসব গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়েছে। বিভিন্ন গেটের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মীদের। হ্যান্ড মাইক নিয়ে রবীন্দ্র সরোবর থানার তরফে ভিতরে-বাইরে চলছে সতর্কতামূলক প্রচার। করোনা সতর্কতা মেনে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। একইভাবে, আজ থেকে খুলল বেলেঘাটার সুভাষ সরোবরও। প্রাতর্ভ্রমণকারীদের জন্য প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে এই উদ্যান। করোনা-বিধি মেনে সকলের মাস্ক পরা বাধ্যতামূলক। ঘূর্ণিঝড়ে বহু গাছ উপড়ে পড়ায়, সুভাষ সরোবরের সৌন্দর্যায়ন ও সবুজায়ন নিয়ে চিন্তিত পরিবেশবিদ ও প্রাতর্ভ্রমণকারীরা। খুব তাড়াতাড়ি এই উদ্যান পুরনো চেহারা ফিরে পাবে বলে মনে করছেন তাঁরা।